ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা।
৯ উইকেটে ২৬৯ রানে বাংলাদেশ তাঁদের প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছিল। দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের ৯ উইকেট পড়তেই খেলা শেষ। তবে এবার বাংলাদেশ করতে পারেনি প্রথম ইনিংসের অর্ধেক রানও। বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষ হতে সময় লেগেছে ৭ ওভার। ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় বাংলাদেশ। সফরকারীদের ইনিংসের শেষ ভাগে ঘটেছে ‘অদ্ভুত’ এক ঘটনা। ৩৮তম ওভারের শেষ বলে জেইডেন সিলসের বলে সংযোগ ঘটাতে পারেননি তাসকিন। তবু দৌড় শুরু করেন তাসকিন ও শরীফুল ইসলাম। স্ট্রাইকপ্রান্তে শরীফুল পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক জোশুয়া ডা সিলভা বল ছুঁড়লেও স্টাম্প বরাবর সেটা লাগাতে পারেননি। এরপরই ফিজিও আসেন শরীফুলকে দেখতে। ব্যাটিং করার মতো অবস্থায় তিনি না থাকায় খেলা এখানেই শেষ হয়ে যায়। কারণ, শরীফুল এর আগে আলজারি জোসেফের বাউন্সারে আঘাত পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের ২০১ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাস্টিন গ্রিভস। ১১৫ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বোলিংয়েও অবদান রেখেছেন তিনি। প্রথম ইনিংসে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ৩ ওভার বোলিং করে খরচ করেন ১২ রান।
এর আগে অ্যান্টিগায় টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। টস হেরে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করেছিল। মিকাইল লুইস (৯৭) ও অ্যালিক আথানাজ (৯০) নড়বড়ে ৯০-এর ঘরে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস। ২০৬ বলে ৬ চারে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া তাসকিন টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন দ্বিতীয় ইনিংসে। ১৮১ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৫২ রানে। ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রানে তাসকিন নেন ৬ উইকেট। টেস্টে এটা তাঁর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা।
৯ উইকেটে ২৬৯ রানে বাংলাদেশ তাঁদের প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছিল। দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের ৯ উইকেট পড়তেই খেলা শেষ। তবে এবার বাংলাদেশ করতে পারেনি প্রথম ইনিংসের অর্ধেক রানও। বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষ হতে সময় লেগেছে ৭ ওভার। ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় বাংলাদেশ। সফরকারীদের ইনিংসের শেষ ভাগে ঘটেছে ‘অদ্ভুত’ এক ঘটনা। ৩৮তম ওভারের শেষ বলে জেইডেন সিলসের বলে সংযোগ ঘটাতে পারেননি তাসকিন। তবু দৌড় শুরু করেন তাসকিন ও শরীফুল ইসলাম। স্ট্রাইকপ্রান্তে শরীফুল পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক জোশুয়া ডা সিলভা বল ছুঁড়লেও স্টাম্প বরাবর সেটা লাগাতে পারেননি। এরপরই ফিজিও আসেন শরীফুলকে দেখতে। ব্যাটিং করার মতো অবস্থায় তিনি না থাকায় খেলা এখানেই শেষ হয়ে যায়। কারণ, শরীফুল এর আগে আলজারি জোসেফের বাউন্সারে আঘাত পেয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের ২০১ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাস্টিন গ্রিভস। ১১৫ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বোলিংয়েও অবদান রেখেছেন তিনি। প্রথম ইনিংসে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ৩ ওভার বোলিং করে খরচ করেন ১২ রান।
এর আগে অ্যান্টিগায় টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। টস হেরে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করেছিল। মিকাইল লুইস (৯৭) ও অ্যালিক আথানাজ (৯০) নড়বড়ে ৯০-এর ঘরে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস। ২০৬ বলে ৬ চারে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া তাসকিন টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন দ্বিতীয় ইনিংসে। ১৮১ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৫২ রানে। ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রানে তাসকিন নেন ৬ উইকেট। টেস্টে এটা তাঁর প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৪ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
২৭ মিনিট আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে