Ajker Patrika

মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য রক্ষা বাংলাদেশের

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৬: ১২
মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য রক্ষা বাংলাদেশের

শেষ ওভারে মালয়েশিয়ার প্রয়োজন ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। এমন রোমাঞ্চকর ম্যাচেই দলকে জয় এনে দিলেন আফিফ হোসেন। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়ে ২ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই ডট দেন আফিফ। চতুর্থ বলে আউট করেন বাংলাদেশের জয়ে কাঁটা হয়ে দাঁড়ানো বীরেনদ্বীপ সিংকে। মালয়েশিয়ার এই ব্যাটার আউট হওয়ার পরেই বাংলাদেশের জয়ের পথ সহজ হয়। শেষে তাই করলেন বাংলাদেশি অলরাউন্ডার। শেষ ২ বলে ২ রান দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন তিনি।

১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭২ রানের মাথায় ৬ উইকেট হারায় মালয়েশিয়া। তখন জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে আইনুল হাফিজের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিচ্ছিলেন বীরেনদ্বীপ। কিন্তু শেষ ওভারে ৫ রানের হিসাব মেলাতে পারেননি তিনি। আসলে তাঁকে মেলাতে দেননি আফিফ। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়েই অপরিচিত মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ। অথচ, এবারের টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

শেষে ২ রানের হিসাব মিলাতে না পেরে হতাশায় পিচে শুয়ে পড়েছেন মালয়েশিয়ার এক ক্রিকেটারএর আগে শেষ আটের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধ্বংসস্তূপে। দলীয় ৩ রানের মাথায় ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সেই ধাক্কা সামলান সাইফ হাসান-আফিফ জুটি। দুজনে মিলে ৩৮ রান যোগ করেন দলীয় খাতায়। ২৩ রানে আফিফ আউট হওয়ার পর বাংলাদেশ ১১৬ রান পায় অধিনায়ক সাইফের ফিফটিতে। ৫২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তবে এই সংগ্রহে শাহাদাত হোসেনের ২১ ও জাকের আলির ১৪ রানের অবদানও কম নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত