Ajker Patrika

ঢাকায় পা রাখলেন এরভিন-উইলিয়ামসরা

ক্রীড়া ডেস্ক    
ফুল দিয়ে জিম্বাবুয়ের দলকে বরণ করল বাংলাদেশ। ছবি: বিসিবি
ফুল দিয়ে জিম্বাবুয়ের দলকে বরণ করল বাংলাদেশ। ছবি: বিসিবি

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা। জানা গেছে, রাতে ঢাকায় থেকে আগামীকাল আবার সিলেটে যাবে ক্রেইগ এরভিনের দল। সিলেটে পরশু থেকে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করবেন তাঁরা।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে।

অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। এরভিন ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটার। সঙ্গে ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারানের মতো দারুণ ব্যাটাররা রয়েছেন জিম্বাবুয়ে দলে। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো দল নিয়েই এসেছে তারা।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত