Ajker Patrika

নিউজিল্যান্ড জিতলেই ভারতের বিদায়

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৮
নিউজিল্যান্ড জিতলেই ভারতের বিদায়

প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে টিকে থাকার ব্যাটনটা নিজেদের হাতছাড়া করে ভারত। পরের দুই ম্যাচে বড় জয় নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না দলটি। আজ রোববার নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে বিশ্বকাপে দর্শক হয়ে যেতে হবে ভারতকে। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি তখন শুধুই নিয়মরক্ষার। এমনকি বড় জয়ে বাড়িয়ে নেওয়া রানরেটও তখন ভারতের জন্য সান্ত্বনা হয়ে থাকবে।

পাকিস্তানের কাছে হারলেও ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারালে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। আর কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে যাবে কেন উইলিয়ামসনের দল। গতকাল স্কটল্যান্ড ম্যাচের পরও এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। নিউজিল্যান্ড জিতে গেলে কী করবেন জানতে চাইলে জাদেজা বলেন, ‘আর কী করব! ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর কী করার আছে!’

আর আফগানিস্তান যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তখন নামিবিয়াকে কীভাবে হারালে ভারত সেমিতে যেতে পারবে. সেই সমীকরণও সামনে আসবে। দুই বড় জয়ে ভারত এখন রানরেটের দিক থেকে বেশ এগিয়েই আছে। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, সে ক্ষেত্রে সম্ভাবনা থাকবে তাদেরও। সব মিলিয়ে আজ নিউজিল্যান্ড ম্যাচের পরই অনেক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।

শুধু এই তিন দলেরই নয়, এই ম্যাচে চোখ আছে অন্যদেরও। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক কথা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত