Ajker Patrika

৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে নাঈম শেখ, ফিরলেন সাইফউদ্দিনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ১০
ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফিরলেন নাঈম শেখ। ছবি: বিসিবি
ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফিরলেন নাঈম শেখ। ছবি: বিসিবি

আগেই ধারণা করা হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু পরিবর্তন আসবে। আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ২০২২ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

দলে রয়েছে একাধিক পরিবর্তন। এক বছর পর টি-টোয়েন্টি দলে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তান সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা বাদ পড়েছেন। ইনজুরি ছাড়া দীর্ঘদিন পর শান্ত বাদ পড়লেন কোনো টি-টোয়েন্টি স্কোয়াড থেকে, যা কিছুটা চমকই বলা যায়।

অন্যদিকে ওয়ানডে দলে থাকা তাসকিন আহমেদ আছেন টি-টোয়েন্টি দলেও। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। যিনি আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। মোস্তাফিজুর রহমানও পাকিস্তান সিরিজে ছিলেন না আইপিএলের কারণে।

ওয়ানডে স্কোয়াডে জায়গা না পাওয়া সৌম্য সরকার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তাই তাঁর অনুপস্থিতি প্রত্যাশিতই ছিল।

১০ জুলাই ক্যান্ডিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ও কলম্বোয় ১৬ জুলাই হবে তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত