সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে