Ajker Patrika

আফ্রিদির আস্থার প্রতিদান দিতে পারেননি রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭: ১২
ব্যাটিং কিংবা বোলিং, কোথাও ঝলক দেখাতে পারেননি রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
ব্যাটিং কিংবা বোলিং, কোথাও ঝলক দেখাতে পারেননি রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

টুর্নামেন্ট যত গড়াবে, রিশাদ হোসেন ততই কার্যকরী হবেন—বুধবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথাই বলেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। না বলার তো কারণও নেই। কারণ, রিশাদের ঘূর্ণিতে পাকিস্তান সুপার লিগে ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।

এক দিন বিরতির পর যখন রিশাদ খেলতে নামলেন, তখন কিছুই তিনি করে দেখাতে পারলেন না। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশি লেগস্পিনারের ব্যর্থতার দিনে লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন রাজা। রিশাদ একটি করে চার ও ছক্কা মারলেও ৮ নম্বরে নেমে ১৩ বলে ১৩ রান করেছেন।

১২৯ রান করে জিততে হলে বোলিংয়ে লাহোর কালান্দার্সকে বিশেষ কিছু করে দেখাতে হতো। কিন্তু পেশোয়ার জালমি ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ফেলে। অধিনায়ক বাবর ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। লাহোর অধিনায়ক শাহিন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি পেয়েছেন হারিস রউফ। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়েও ঝুলিতে কোনো উইকেট পুড়তে পারেনি।

পেশোয়ারের ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলজারি জোসেফ। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।

২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব খান এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট।দুইয়ে থাকা হাসান আলীর উইকেট ১০। তিনি খেলছেন করাচি কিংসের হয়ে। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি, আলী রাজা, শাহিন শাহ আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। আব্বাস আফ্রিদি ও আলী রাজা খেলছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত