নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই দুজনেই ছিলেন দর্শক। টেস্ট সিরিজেই ফেরানো হলো দুজনকে। শুধু ফিরলেন না, সকালের ঝড়ে এলোমেলো বাংলাদেশকে চওড়া ব্যাটে পথ দেখাচ্ছেন দুজন। আর তাতে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। সেটি দেখেই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে আরও একবার সঠিক প্রমাণ করতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। স্কোরবোর্ডে ৪৯ রান উঠতেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
সকালেই দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন সর্ষে ফুল দেখছিল, তখনেই দৃশ্যপটে মুশফিক আর লিটন। দুজনে প্রথমে দেখেশুনে খেলতে থাকেন পাকিস্তানের বোলারদের। তবে একই সঙ্গে বাজে বল হলেই চুকিয়ে দিয়েছেন মূল্য। ঠান্ডা মাথায় এর মধ্যে দুজনে তুলে নিয়েছেন ফিফটি। দুই ব্যাটার কত দুর্দান্ত আর সাহসী ব্যাটিং করছেন তার প্রমাণ মিলবে একটি তথ্যে। দুজনেই ফিফটিতে পৌঁছেছেন বাউন্ডারি হাঁকিয়ে।
৪৯তম ওভারে দ্বিতীয় বলে চার মেরে লিটন ফিফটি পূরণ করেন। লিটনের দেখিয়ে দেওয়া পথে হাঁটেন মুশফিকও। হাসান আলীকে টানা দুই বলে চার মেরে পৌঁছে যান ফিফটিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম উইকেটে দুজনের ১২২ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। এখন এই জুটি বাংলাদেশকে কত দূর টানতে পারেন সেটিই দেখার বিষয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই দুজনেই ছিলেন দর্শক। টেস্ট সিরিজেই ফেরানো হলো দুজনকে। শুধু ফিরলেন না, সকালের ঝড়ে এলোমেলো বাংলাদেশকে চওড়া ব্যাটে পথ দেখাচ্ছেন দুজন। আর তাতে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। সেটি দেখেই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে আরও একবার সঠিক প্রমাণ করতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। স্কোরবোর্ডে ৪৯ রান উঠতেই সাজঘরে ফিরে যান সাইফ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
সকালেই দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন সর্ষে ফুল দেখছিল, তখনেই দৃশ্যপটে মুশফিক আর লিটন। দুজনে প্রথমে দেখেশুনে খেলতে থাকেন পাকিস্তানের বোলারদের। তবে একই সঙ্গে বাজে বল হলেই চুকিয়ে দিয়েছেন মূল্য। ঠান্ডা মাথায় এর মধ্যে দুজনে তুলে নিয়েছেন ফিফটি। দুই ব্যাটার কত দুর্দান্ত আর সাহসী ব্যাটিং করছেন তার প্রমাণ মিলবে একটি তথ্যে। দুজনেই ফিফটিতে পৌঁছেছেন বাউন্ডারি হাঁকিয়ে।
৪৯তম ওভারে দ্বিতীয় বলে চার মেরে লিটন ফিফটি পূরণ করেন। লিটনের দেখিয়ে দেওয়া পথে হাঁটেন মুশফিকও। হাসান আলীকে টানা দুই বলে চার মেরে পৌঁছে যান ফিফটিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম উইকেটে দুজনের ১২২ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। এখন এই জুটি বাংলাদেশকে কত দূর টানতে পারেন সেটিই দেখার বিষয়।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৬ ঘণ্টা আগে