ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে। তাতে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে শারমিন আক্তার সুপ্তা এখন অবস্থান করছেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৬৬ রান। করেছেন তিন ফিফটি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। যার মধ্যে ১০ এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ১২৬ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে বাছাইপর্বে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে।
আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে দশ নম্বরে নাহিদা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৬১৮। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২২ নম্বর বোলার রাবেয়া খান। কদিন আগে শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নাহিদা, রাবেয়া দুজনই ৫ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৬টি করে উইকেট। তবে নাহিদার ইকোনমি ৪.২৩। রাবেয়া বোলিং করেছেন ৩.৭২ ইকোনমিতে। আরেক বাংলাদেশি লেগস্পিনার ২ ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে অবস্থান করছেন। আর ১১ ধাপ এগিয়ে মারুফা আক্তার উঠে এসেছেন ৪৯ নম্বরে।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। দুই, তিন ও চার নম্বরে আগের মতোই আছেন ভারতের স্মৃতি মান্ধানা, ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। কদিন আগে শেষ হওয়া নারী বিশ্বকাপ বাছাইপর্বে ৬০ গড় ও ১১৬.৫০ স্ট্রাইকরেটে করেন ২৪০ রান। যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম সাত পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে আছেন অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। দুজনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের কেটি ক্রস। তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথুসের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে এখন তিনি অবস্থান করছেন ৯ নম্বরে।
আরও পড়ুন:
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে। তাতে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে শারমিন আক্তার সুপ্তা এখন অবস্থান করছেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৬৬ রান। করেছেন তিন ফিফটি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। যার মধ্যে ১০ এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ১২৬ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে বাছাইপর্বে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে।
আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে দশ নম্বরে নাহিদা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৬১৮। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২২ নম্বর বোলার রাবেয়া খান। কদিন আগে শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নাহিদা, রাবেয়া দুজনই ৫ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৬টি করে উইকেট। তবে নাহিদার ইকোনমি ৪.২৩। রাবেয়া বোলিং করেছেন ৩.৭২ ইকোনমিতে। আরেক বাংলাদেশি লেগস্পিনার ২ ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে অবস্থান করছেন। আর ১১ ধাপ এগিয়ে মারুফা আক্তার উঠে এসেছেন ৪৯ নম্বরে।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। দুই, তিন ও চার নম্বরে আগের মতোই আছেন ভারতের স্মৃতি মান্ধানা, ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। কদিন আগে শেষ হওয়া নারী বিশ্বকাপ বাছাইপর্বে ৬০ গড় ও ১১৬.৫০ স্ট্রাইকরেটে করেন ২৪০ রান। যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম সাত পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে আছেন অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। দুজনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের কেটি ক্রস। তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথুসের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে এখন তিনি অবস্থান করছেন ৯ নম্বরে।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে