Ajker Patrika

সুজন বলছেন, বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে

সুজন বলছেন, বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে চেন্নাই থেকে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসানরা। 

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ছয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল কিউইদের বিপক্ষ বাম পায়ের ঊরুর সামনে চোট পান বাংলাদেশ অধিনায়ক। 

তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত চাপে থাকবে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’ 

বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না, বোলাররা খারাপ করছে। এখন দুর্বল জায়গা বলতে ব্যাটিং।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত