Ajker Patrika

ভারতীয় ভক্তদের ‘মুখ বন্ধ’ করতে পেরে খুশি ব্রুক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৪: ১০
ভারতীয় ভক্তদের ‘মুখ বন্ধ’ করতে পেরে খুশি ব্রুক

‘সকালের সূর্য সব সময় সঠিক পূর্বাভাস দেয় না’—এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যারি ব্রুকের সঙ্গে যেন এই প্রবাদ ভালোভাবে মেলে। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়া ব্রুক গতকাল করলেন দুর্দান্ত সেঞ্চুরি। এই সেঞ্চুরি ভারতীয় ভক্তদের ‘মুখ বন্ধ’ করার জন্য ছিল বলে জানিয়েছেন ইংলিশ এই ব্যাটার। 

এবারই প্রথম আইপিএল খেলছেন ব্রুক। রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস—এই তিন দলের বিপক্ষে করেছেন ১৩,৩ ও ১৩ রান। হতশ্রী শুরুর পর সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হন ব্রুক। এসবের জবাব দিতে লক্ষ্যবস্তু বানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকেই। ইডেন গার্ডেনসে ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ইংলিশ এই ব্যাটার। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করা ব্রুক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, ‘সামাজিক মাধ্যমে গেলে অনেক জঘন্য কথা শোনা যায়। নিজের ওপর চাপ বাড়ছিল। ভারতীয় অনেক ভক্তই এখন আমাকে সাবাশ বলবে। কিন্ত কিছুদিন আগে তারাই অনেক বাজে কথা বলেছিল আমাকে। তাদের মুখ বন্ধ করতে পেরে সত্যিই ভালো লাগছে।’ 
 
ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে এবারের আইপিএলে টানা দুই জয় পেয়েছে হায়দরাবাদ। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে এইডেন মার্করামের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত