Ajker Patrika

১৩ হাজারে রুট, পারবেন কি শচীনকে ছাড়িয়ে যেতে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ মে ২০২৫, ১১: ৫৮
টেস্টে ১৩ হাজার রানে জো রুট। ফাইল ছবি
টেস্টে ১৩ হাজার রানে জো রুট। ফাইল ছবি

একের পর এক মাইলফলকে জো রুট। গতকাল নটিংহামে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। প্রথম দিনেই ‘বাজবল’ টনিকে ৮৮ ওভারে ৩ উইকেটে ইংলিশরা তুলেছে ৪৯৮ রান। তবে ৩ সেঞ্চুরির দিনে জো রুট ফিরেছেন ৩৪ রানে। এই ইনিংসের সৌজন্যে ৩৪ বছর বয়সী এই ব্যাটার পৌঁছে গেছেন টেস্টে ১৩ হাজার রানে।

ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে রুট করেছেন ১৩ হাজার রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন। মাইলফলকটি ছুঁতে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে রুটের প্রয়োজন ছিল ২৮ রান। ১৫৩ টেস্টে ২৭৯ ইনিংসে ধরা দিল রুটের এই অর্জন। রুটের ঠিক ওপরে আছেন ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়। ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৪ নম্বরে তিনি।

২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান নিয়ে ৩ নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৮৭ ইনিংসে করেন ১৩ হাজার ৩৭৮ রান। ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান নিয়ে শীর্ষে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ফিট থাকলে টেন্ডুলকার ছাড়া বাকিদের অনায়াসে ছাড়িয়ে যেতে পারেন রুট। তবে টেন্ডুলকারও খুব বেশি দূরে নয়, পিছিয়ে ২৯৪৫ রানে। ছন্দ ধরে রাখতে পারলে রুটের দ্বারা সেটি সম্ভবও হতে পারে।

২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের চূড়ায় ওঠেন রুট। ১৩ বছররে ক্যারিয়ারে রুটের সেঞ্চুরি ৩৬টি, এটিও ইংল্যান্ডের রেকর্ড। এখানেও তিনি ছাড়িয়ে যান কুককে (৩৩ টি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত