Ajker Patrika

বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০: ৪৯
বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতে প্রশংসায় ভাসছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তারা। লঙ্কানদের কাছে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারে বাবর আজমের দল। এমন বাজেভাবে হারার পেছনে দল নির্বাচন ভালো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি এতে বড় দায় দেখেন অধিনায়ক বাবরের। 

লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ ড্র করেছে পাকিস্তান। টেস্ট দল নির্বাচন নিয়ে বাবরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক উইকেটরক্ষক বলেন, ‘কম লোকেই পারে মেধাবীদের চিনতে। মনে হয় এ ক্ষেত্রে আমরাও দেরি করেছি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় থেকে শাদাব খান দারুণ ফর্মে। এই মুহূর্তে দেশে ওর থেকে ভালো অলরাউন্ডার নেই বললে চলে। এ জন্যই জানতে চাই, কেন ওকে দলে সুযোগ দেওয়া হলো না। নির্বাচকদের সঙ্গে অধিনায়ক বাবরের কাছেও প্রশ্নটা রাখতে চাই।’ 

লঙ্কানদের বিপক্ষে হারের পেছনে পাকিস্তান দলের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতিও দেখেন রশিদ। তিনি বলেন, ‘যখন আমাদের দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট চলে তখন কিনা আমরা শাদাবকে বাংলাদেশের লিগ খেলার অনুমতি দিই। এ কারণেই আমরা ভালো পরিকল্পনা করতে পারিনি। অনেকভাবে আমাদের ভালো স্পিনার নেই। সত্যিটা হচ্ছে, আমরা ভালো প্রস্তুতি নিইনি। এ মৌসুমে শাদাবকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাকে টেস্টে ফিরিয়ে আনা দরকার।’ 

গলের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিতে বিশাল রানে হারে পাকিস্তান। পাকিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসরা দারুণ বোলিং করলেও পাক স্পিনাররা সেইভাবে সাফল্য পাননি। ইয়াসির শাহ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার ব্যাটারদের একেবারেই চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় স্পিনার শাদাব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ। তাঁর স্পষ্ট বক্তব্য পাকিস্তানি স্পিনাররা এই সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত