প্রিন্স রাসেল, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) অনিয়মিত দলগুলোর একটি বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আগের সাত আসরের তিনটিতেই তারা ছিল দর্শক সারিতে। পাঁচ বছর ও তিন আসর পর এবার প্রত্যাবর্তন হচ্ছে তাদের।
ফ্র্যাঞ্চাইজিটির ফেরাটা হচ্ছে ফরচুন গ্রুপের হাত ধরে। বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের পর বিপিএলে ফরচুন বরিশাল নামে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটি।
বিপিএলে প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আলিফ গ্রুপ। ২০১২ সালে তো ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল হলেও সাংগঠনিক অস্থিরতা ডোবায় তাদের। খেলোয়াড় ও বিসিবির বকেয়া পাওনাদি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় আলিফ গ্রুপ। অ্যাক্সিয়ম টেকনোলজিসের নতুন মালিকানায়ও দুই বছরের বেশি টিকতে পারেনি বরিশাল।
ফরচুন গ্রুপ অবশ্য দীর্ঘ মেয়াদে এগিয়ে যেতে চায়। অন্যদের ব্যর্থতা ঘুচিয়ে ফরচুন বরিশাল নিয়ে বড় স্বপ্ন দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান। পাঁচ থেকে সাত বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে তাঁদের। আপাতত বিপিএলের স্বল্পমেয়াদি চুক্তি দিয়েই ব্র্যান্ডিংটা করতে চান তাঁরা। ফ্র্যাঞ্চাইজিটি দারুণ কিছু উপহার দিতে কতটা উন্মুখ, সেটা তাদের দল গঠনেই বোঝা গেছে।
বিপিএলে ছয় দলের মধ্যে সবচেয়ে বড় বাজেট নিয়ে নেমেছে ফরচুন বরিশাল। তারা দলে টেনেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল, আফগান স্পিন বিস্ময় মুজিব উর রহমান ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে দলটি চুক্তি করেছে খেলোয়াড় নিলামের (প্লেয়ার্স ড্রাফট) আগেই। অন্য বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও ইংল্যান্ডের জ্যাক লিনটটকে দলে ভিড়িয়েছে তারা। অবধারিতভাবেই দলটির অধিনায়ক সাকিব।
সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ফরচুন বরিশালে আছেন তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, ফজলে মাহমুদ রাব্বিদের মতো চেনা মুখ। আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার তৌহিদ হৃদয়, সৈকত আলী, ইরফান শুক্কুর।
বরিশালের বড় শক্তি স্পিন বিভাগ। সাকিবের সঙ্গে জুটি গড়তে প্রস্তুত আছেন মুজিব, তাইজুল ও নাঈম। তবে বরিশাল সমর্থকদের জন্য অস্বস্তিকর তথ্য হচ্ছে, বড় বাজেটের দল গড়লেও তাদের পেস বিভাগ পরীক্ষিত নয়।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করে ফরচুন বরিশাল। সেখানে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্ণধার মিজানুর। ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে চাই। ফরচুন বরিশালকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই।’
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়, মুনিম শাহরিয়ার, জ্যাক লিনটট, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন।
প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং পরামর্শক: নাজমুল আবেদীন ফাহিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) অনিয়মিত দলগুলোর একটি বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আগের সাত আসরের তিনটিতেই তারা ছিল দর্শক সারিতে। পাঁচ বছর ও তিন আসর পর এবার প্রত্যাবর্তন হচ্ছে তাদের।
ফ্র্যাঞ্চাইজিটির ফেরাটা হচ্ছে ফরচুন গ্রুপের হাত ধরে। বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের পর বিপিএলে ফরচুন বরিশাল নামে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটি।
বিপিএলে প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আলিফ গ্রুপ। ২০১২ সালে তো ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল হলেও সাংগঠনিক অস্থিরতা ডোবায় তাদের। খেলোয়াড় ও বিসিবির বকেয়া পাওনাদি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় আলিফ গ্রুপ। অ্যাক্সিয়ম টেকনোলজিসের নতুন মালিকানায়ও দুই বছরের বেশি টিকতে পারেনি বরিশাল।
ফরচুন গ্রুপ অবশ্য দীর্ঘ মেয়াদে এগিয়ে যেতে চায়। অন্যদের ব্যর্থতা ঘুচিয়ে ফরচুন বরিশাল নিয়ে বড় স্বপ্ন দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান। পাঁচ থেকে সাত বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে তাঁদের। আপাতত বিপিএলের স্বল্পমেয়াদি চুক্তি দিয়েই ব্র্যান্ডিংটা করতে চান তাঁরা। ফ্র্যাঞ্চাইজিটি দারুণ কিছু উপহার দিতে কতটা উন্মুখ, সেটা তাদের দল গঠনেই বোঝা গেছে।
বিপিএলে ছয় দলের মধ্যে সবচেয়ে বড় বাজেট নিয়ে নেমেছে ফরচুন বরিশাল। তারা দলে টেনেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল, আফগান স্পিন বিস্ময় মুজিব উর রহমান ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে দলটি চুক্তি করেছে খেলোয়াড় নিলামের (প্লেয়ার্স ড্রাফট) আগেই। অন্য বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও ইংল্যান্ডের জ্যাক লিনটটকে দলে ভিড়িয়েছে তারা। অবধারিতভাবেই দলটির অধিনায়ক সাকিব।
সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ফরচুন বরিশালে আছেন তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, ফজলে মাহমুদ রাব্বিদের মতো চেনা মুখ। আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার তৌহিদ হৃদয়, সৈকত আলী, ইরফান শুক্কুর।
বরিশালের বড় শক্তি স্পিন বিভাগ। সাকিবের সঙ্গে জুটি গড়তে প্রস্তুত আছেন মুজিব, তাইজুল ও নাঈম। তবে বরিশাল সমর্থকদের জন্য অস্বস্তিকর তথ্য হচ্ছে, বড় বাজেটের দল গড়লেও তাদের পেস বিভাগ পরীক্ষিত নয়।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করে ফরচুন বরিশাল। সেখানে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্ণধার মিজানুর। ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে চাই। ফরচুন বরিশালকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই।’
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়, মুনিম শাহরিয়ার, জ্যাক লিনটট, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন।
প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং পরামর্শক: নাজমুল আবেদীন ফাহিম
এবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তাঁর দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।
৫ ঘণ্টা আগে২০২৩ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক রকম ব্রাত্য হয়ে পড়েছিলেন চেতেশ্বর পূজারা। সামাজিক মাধ্যমে গতকাল আবেগঘন এক বার্তায় ভারতীয় ক্রিকেট দলকে বিদায় জানিয়েছেন পূজারা। তাঁর এমন আকস্মিক অবসর ঘোষণায় কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধুয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপটা ভারতের জন্য ‘বিশেষ’ বলতেই হচ্ছে। এবার তারা নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। তার চেয়েও বড় কথা রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকাদের অবসরের পর টি-টোয়েন্টি সংস্করণে মেজর কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত। কিন্তু এশিয়া কাপে নামার আগেই ঝামেলায় পড়তে যাচ্ছে ভারতীয়...
৭ ঘণ্টা আগে১৯ বছরের ব্যবধান তো আর কম কিছু নয়। নোভাক জোকোভিচ গতকাল লার্নার তিয়েনের সঙ্গে খেলেছেন, তখন এই বয়সের পার্থক্যটাই অনেকের চোখে পড়েছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ম্যাচটি জিতেছেন হেসেখেলে। ম্যাচ জয়ের পরও ৩৮ বছর বয়সী টেনিস তারকার একটা ‘আফসোস’ রয়েই গেছে।
৮ ঘণ্টা আগে