Ajker Patrika

সুজন-সাকিব জুটিতে বরিশালের নতুন স্বপ্ন

প্রিন্স রাসেল, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ৫৫
সুজন-সাকিব জুটিতে বরিশালের নতুন স্বপ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) অনিয়মিত দলগুলোর একটি বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আগের সাত আসরের তিনটিতেই তারা ছিল দর্শক সারিতে। পাঁচ বছর ও তিন আসর পর এবার প্রত্যাবর্তন হচ্ছে তাদের।

ফ্র্যাঞ্চাইজিটির ফেরাটা হচ্ছে ফরচুন গ্রুপের হাত ধরে। বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের পর বিপিএলে ফরচুন বরিশাল নামে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটি। 

বিপিএলে প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আলিফ গ্রুপ। ২০১২ সালে তো ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল হলেও সাংগঠনিক অস্থিরতা ডোবায় তাদের। খেলোয়াড় ও বিসিবির বকেয়া পাওনাদি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০১৫ সালে ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় আলিফ গ্রুপ। অ্যাক্সিয়ম টেকনোলজিসের নতুন মালিকানায়ও দুই বছরের বেশি টিকতে পারেনি বরিশাল। 

ফরচুন গ্রুপ অবশ্য দীর্ঘ মেয়াদে এগিয়ে যেতে চায়। অন্যদের ব্যর্থতা ঘুচিয়ে ফরচুন বরিশাল নিয়ে বড় স্বপ্ন দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান। পাঁচ থেকে সাত বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে তাঁদের। আপাতত বিপিএলের স্বল্পমেয়াদি চুক্তি দিয়েই ব্র্যান্ডিংটা করতে চান তাঁরা। ফ্র্যাঞ্চাইজিটি দারুণ কিছু উপহার দিতে কতটা উন্মুখ, সেটা তাদের দল গঠনেই বোঝা গেছে। 

বিপিএলে ছয় দলের মধ্যে সবচেয়ে বড় বাজেট নিয়ে নেমেছে ফরচুন বরিশাল। তারা দলে টেনেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল, আফগান স্পিন বিস্ময় মুজিব উর রহমান ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে দলটি চুক্তি করেছে খেলোয়াড় নিলামের (প্লেয়ার্স ড্রাফট) আগেই। অন্য বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও ইংল্যান্ডের জ্যাক লিনটটকে দলে ভিড়িয়েছে তারা। অবধারিতভাবেই দলটির অধিনায়ক সাকিব। 

সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ফরচুন বরিশালে আছেন তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, ফজলে মাহমুদ রাব্বিদের মতো চেনা মুখ। আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার তৌহিদ হৃদয়, সৈকত আলী, ইরফান শুক্কুর। 

বরিশালের বড় শক্তি স্পিন বিভাগ। সাকিবের সঙ্গে জুটি গড়তে প্রস্তুত আছেন মুজিব, তাইজুল ও নাঈম। তবে বরিশাল সমর্থকদের জন্য অস্বস্তিকর তথ্য হচ্ছে, বড় বাজেটের দল গড়লেও তাদের পেস বিভাগ পরীক্ষিত নয়। 

রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করে ফরচুন বরিশাল। সেখানে দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্ণধার মিজানুর। ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে চাই। ফরচুন বরিশালকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই।’ 

ফরচুন বরিশাল
সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেড ম্যাককয়, আলজারি জোসেফ, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়, মুনিম শাহরিয়ার, জ্যাক লিনটট, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন। 

প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং পরামর্শক: নাজমুল আবেদীন ফাহিম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত