Ajker Patrika

বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে নামার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৪: ০৪
বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে নামার অপেক্ষা

সামাজিকমাধ্যমে আজ সকালে ডেভিড বুন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মনে হয় না আজ খেলা হওয়ার সম্ভাবনা আছে।’ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ রেফারি সাবেক এই অস্ট্রেলিয়ান। তবে বুনের সেই শঙ্কা এখন আর থাকার কথা নয়।

এই মুহূর্তে বৃষ্টির আনাগোনা নেই সিলেটে। বৃষ্টির শঙ্কা কাটিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে দুই দল এখন মাঠে নামার অপেক্ষায়। পরশু মধ্যরাত থেকেই সিলেটে বৃষ্টি। কাল দিনভরও বৃষ্টির দাপট ছিল। উইকেটের আশপাশের বড় একটা অংশ কাল দিনের বেশির ভাগ সময় ঢাকা ছিল। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য যখন বৃষ্টি থামে, আশপাশের ঢাকা অংশ সরিয়ে নেন মাঠকর্মীরা।

এখন অবশ্য মাঠে নামার জন্য উইকেট এবং মাঠ দুটোই প্রস্তুত। ম্যাচের শুরুর আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। একটু পর হবে টস। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টার পর থেকে টানা বৃষ্টি হতে পারে। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের ওয়ানডের সিরিজ বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত