Ajker Patrika

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২১: ৪৮
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম

ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ লর্ডসের মতো এক ‘অনার্স বোর্ড’ আছে রাওয়ালপিন্ডিতেও। আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিয়ে সেই বোর্ডে নাম তুললেন মেহেদী হাসান মিরাজ। তাঁর ঘূর্ণিজাদুতে স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ২৭৪ রানে। 

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডের নাম তুললেন মিরাজ। প্রথম দিন শেষে বোর্ডে নিজের নাম লেখেন তিনি। বোর্ডে লেখার সময় এই স্পিন অলরাউন্ডারের দুটি ছবি পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সঙ্গে ক্যাপশন দিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম তালিকাভুক্ত করছেন মেহেদী হাসান মিরাজ।’ 

বাংলাদেশ অবশ্য খুব বেশি খেলেনি রাওয়ালপিন্ডিতে। এই মাঠে এ নিয়ে তিনটি টেস্ট খেলছে সফরকারী দল। দুই দল ২০২০ সালের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে রাওয়ালপিন্ডিতে। আর এই মাঠে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেট পেলেন মিরাজ। সেঞ্চুরি, ইনিংসে ৫ উইকেট বা ১ টেস্টে ১০ উইকেট পেলে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম তালিকাভুক্ত করেন খেলোয়াড়েরা। 

মিরাজ এ নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারে দশমবার ৫ উইকেট পেলেন। আজ তিনি ওপেনার সাইম আইয়ুব, অধিনায়ক শান মাসুদ, খুররম শাহজাদ, মোহাম্মদের পরে শেষ উইকেট হিসেবে ফেরান আবরার আহমেদকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত