নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, ঈশান কিষাণ যেন সেটা দেখাতেই মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিকেই যে দ্রুততম দ্বিশতকে রূপান্তর করলেন এই ভারতীয় ওপেনার।
রোহিত শর্মা চোটে না পড়লে এই ম্যাচও হয়তো বেঞ্চে বসেই কাটাতেন ঈশান। দলীয় ১৫ রানে ঈশান ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে হারান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় তিন ঘণ্টার দানবীয় ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের কণ্ঠস্বরটাই যেন অবরুদ্ধ করে ফেলেন ঈশান।
২১০ রান করে যখন তাসকিনের বলে লিটন দাসের ক্যাচ হলেন, প্রাণ ফিরে পায় স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে প্রথম ফিফটি। ইনিংস যত সামনে এগিয়েছে ঈশানের ব্যাটের দুরন্তপনা ততই লাগাম ছাড়িয়েছে। পরের ফিফটি, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁতে বল খরচ করেছেন ৩৬টি।
আরেক প্রান্তে কোহলির মতো ব্যাটারও যেন ঈশানের ব্যাটিংটাই উপভোগ করছিলেন। অমন ব্যাটিংয়ে অপর প্রান্তের ব্যাটারের আর কী-ইবা করার থাকে। তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। সেঞ্চুরি থেকে দেড় শ রানে পৌঁছাতে ঈশানের লাগল মাত্র ১৮ বল। সেখান থেকে দ্বিশতকে পৌঁছাতে পাঁচ বল বেশি খেললেন। তা-ও ১২৬ বলের দ্বিশতকটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম হিসেবে জায়গা করে নিয়েছে।
শেষ পর্যন্ত ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানে ঈশানকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখার সময় ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হয়েছেন কোহলি। এটাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান।
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, ঈশান কিষাণ যেন সেটা দেখাতেই মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিকেই যে দ্রুততম দ্বিশতকে রূপান্তর করলেন এই ভারতীয় ওপেনার।
রোহিত শর্মা চোটে না পড়লে এই ম্যাচও হয়তো বেঞ্চে বসেই কাটাতেন ঈশান। দলীয় ১৫ রানে ঈশান ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে হারান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় তিন ঘণ্টার দানবীয় ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের কণ্ঠস্বরটাই যেন অবরুদ্ধ করে ফেলেন ঈশান।
২১০ রান করে যখন তাসকিনের বলে লিটন দাসের ক্যাচ হলেন, প্রাণ ফিরে পায় স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে প্রথম ফিফটি। ইনিংস যত সামনে এগিয়েছে ঈশানের ব্যাটের দুরন্তপনা ততই লাগাম ছাড়িয়েছে। পরের ফিফটি, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁতে বল খরচ করেছেন ৩৬টি।
আরেক প্রান্তে কোহলির মতো ব্যাটারও যেন ঈশানের ব্যাটিংটাই উপভোগ করছিলেন। অমন ব্যাটিংয়ে অপর প্রান্তের ব্যাটারের আর কী-ইবা করার থাকে। তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। সেঞ্চুরি থেকে দেড় শ রানে পৌঁছাতে ঈশানের লাগল মাত্র ১৮ বল। সেখান থেকে দ্বিশতকে পৌঁছাতে পাঁচ বল বেশি খেললেন। তা-ও ১২৬ বলের দ্বিশতকটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম হিসেবে জায়গা করে নিয়েছে।
শেষ পর্যন্ত ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানে ঈশানকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখার সময় ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হয়েছেন কোহলি। এটাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে