Ajker Patrika

সাকিবদের তুলোধুনো করে ঈশানের রেকর্ড গড়া দ্বিশতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫: ৪২
সাকিবদের তুলোধুনো করে ঈশানের রেকর্ড গড়া দ্বিশতক

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, ঈশান কিষাণ যেন সেটা দেখাতেই মাঠে নেমেছিলেন। ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিকেই যে দ্রুততম দ্বিশতকে রূপান্তর করলেন এই ভারতীয় ওপেনার।

রোহিত শর্মা চোটে না পড়লে এই ম্যাচও হয়তো বেঞ্চে বসেই কাটাতেন ঈশান। দলীয় ১৫ রানে ঈশান ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে হারান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় তিন ঘণ্টার দানবীয় ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের কণ্ঠস্বরটাই যেন অবরুদ্ধ করে ফেলেন ঈশান।

২১০ রান করে যখন তাসকিনের বলে লিটন দাসের ক্যাচ হলেন, প্রাণ ফিরে পায় স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে প্রথম ফিফটি। ইনিংস যত সামনে এগিয়েছে ঈশানের ব্যাটের দুরন্তপনা ততই লাগাম ছাড়িয়েছে। পরের ফিফটি, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁতে বল খরচ করেছেন ৩৬টি।

আরেক প্রান্তে কোহলির মতো ব্যাটারও যেন ঈশানের ব্যাটিংটাই উপভোগ করছিলেন। অমন ব্যাটিংয়ে অপর প্রান্তের ব্যাটারের আর কী-ইবা করার থাকে। তাসকিন আহমেদ-সাকিব আল হাসানদেরও চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না। সেঞ্চুরি থেকে দেড় শ রানে পৌঁছাতে ঈশানের লাগল মাত্র ১৮ বল। সেখান থেকে দ্বিশতকে পৌঁছাতে পাঁচ বল বেশি খেললেন। তা-ও ১২৬ বলের দ্বিশতকটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম হিসেবে জায়গা করে নিয়েছে।

শেষ পর্যন্ত ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানে ঈশানকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখার সময় ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হয়েছেন কোহলি। এটাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত