ক্রীড়া ডেস্ক
লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবস্যার চাঁদ’-এর মতো।
টানা চার ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাঁর সময় কাটছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ এপ্রিল সবশেষ পিএসএলে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৩ বলে ১৩ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগস্পিনার। লাহোর এরপর তিন ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে।
রিশাদহীন লাহোর কালান্দার্স যে তিন ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটিতে জিতেছে দল। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করেছিল। প্রথম ১১.৩ ওভারে ৩ উইকেটে লাহোর কালান্দার্স ১১৩ রান করার পরই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই।
রিশাদকে ছাড়া যে চার বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে, তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২৬ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১ উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৮ ম্যাচে ২৪১ রান করে এখনো পর্যন্ত ২০২৫ পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা, স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট।
লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে ১ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৯ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা তিনে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা করাচি কিংসের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার বিদেশি ক্রিকেটারের কারও বাজে পারফরম্যান্সে হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।
রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয় দশম পিএসএল। সেই ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ এরপর টানা চার ম্যাচে লাহোরের জার্সিতে খেলেছেন। ৮.৫৭ ইকোনমিতে বাংলাদেশের লেগস্পিনার নিয়েছেন ৮ উইকেট।
লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবস্যার চাঁদ’-এর মতো।
টানা চার ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তাঁর সময় কাটছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ এপ্রিল সবশেষ পিএসএলে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৩ বলে ১৩ রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগস্পিনার। লাহোর এরপর তিন ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে।
রিশাদহীন লাহোর কালান্দার্স যে তিন ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটিতে জিতেছে দল। এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করেছিল। প্রথম ১১.৩ ওভারে ৩ উইকেটে লাহোর কালান্দার্স ১১৩ রান করার পরই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই।
রিশাদকে ছাড়া যে চার বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে, তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২৬ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১ উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৮ ম্যাচে ২৪১ রান করে এখনো পর্যন্ত ২০২৫ পিএসএলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা, স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ তিন ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট।
লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে ১ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের দুইয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৯ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে তারা তিনে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা করাচি কিংসের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শীর্ষ চার খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ দুই ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার বিদেশি ক্রিকেটারের কারও বাজে পারফরম্যান্সে হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।
রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হয় দশম পিএসএল। সেই ম্যাচে সুযোগ না পাওয়া রিশাদ এরপর টানা চার ম্যাচে লাহোরের জার্সিতে খেলেছেন। ৮.৫৭ ইকোনমিতে বাংলাদেশের লেগস্পিনার নিয়েছেন ৮ উইকেট।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে