Ajker Patrika

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে নিলামের জন্য নাম দিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। আন্তর্জাতিক মঞ্চে তাইজুল পরিচিত নাম হলেও এখনো অভিষেক হয়নি রিপনের। 

এর আগে বিগ ব্যাশের গত আসরেও নাম দিয়েছিলেন রিপন। যদিও অবিক্রীত থেকেছিলেন এই পেসার। সব মিলিয়ে নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৩৭৬ জন ক্রিকেটার। আগামী ৩ সেপ্টেম্বর হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফট। বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। ১৩ তম আসর চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। 

সব মিলিয়ে ২৯ দেশের ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের ক্রিকেটাররা আছেন এই তালিকায়। গ্রিস, রোমানিয়া, ওমানের ক্রিকেটারও আছেন এবারের বিগ ব্যাশের ড্রাফটে। 

তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার ইংল্যান্ডের। পাকিস্তান, আফগানিস্তানের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারও আছেন ড্রাফটে। ছেলেদের বিগ ব্যাশের মতো মেয়েদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ১২৪ জনের মতো ক্রিকেটার। একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত