২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় ৫০ দিন আগে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। তাঁকে ফেরানোর ব্যাপারে অনেক চেষ্টা করা হচ্ছিল। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার বলছেন ভিন্ন কথা।
গত বছরের ১৮ জুলাই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। এরপর টেস্ট ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। আর বিশ্বকাপ কাছাকাছি এসে পড়তেই তাঁর (স্টোকস) ভেঙে ওয়ানডে দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানা গিয়েছিল, যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী। এর আগে দলটির সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথ্যু মটও জানিয়েছিলেন, বাটলার সম্ভবত স্টোকসের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে বাটলার আজ বলেন, ‘বেন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তার সঙ্গে অনেক দিন আমি খেলেছি। তাকে যে বারবার বলতাম ‘চলে আসো, চলে আসো’ সত্যি বলতে বেনের ক্ষেত্রে এভাবে এটা হয়নি। সে নিজেই মনস্থির করেছে।’
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। বাটলার বলেন, ‘আমাদের নিজের মধ্যে কথাবার্তা হয়েছে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে খেলতেই তাকে অনুপ্রাণিত করেছে। ইংল্যান্ডের জার্সি পরতে এটাই তাকে উদ্বুদ্ধ করেছে। আমি খুশি যে সে এটা বুঝেছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় ৫০ দিন আগে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। তাঁকে ফেরানোর ব্যাপারে অনেক চেষ্টা করা হচ্ছিল। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার বলছেন ভিন্ন কথা।
গত বছরের ১৮ জুলাই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। এরপর টেস্ট ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। আর বিশ্বকাপ কাছাকাছি এসে পড়তেই তাঁর (স্টোকস) ভেঙে ওয়ানডে দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানা গিয়েছিল, যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী। এর আগে দলটির সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথ্যু মটও জানিয়েছিলেন, বাটলার সম্ভবত স্টোকসের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে বাটলার আজ বলেন, ‘বেন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তার সঙ্গে অনেক দিন আমি খেলেছি। তাকে যে বারবার বলতাম ‘চলে আসো, চলে আসো’ সত্যি বলতে বেনের ক্ষেত্রে এভাবে এটা হয়নি। সে নিজেই মনস্থির করেছে।’
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। বাটলার বলেন, ‘আমাদের নিজের মধ্যে কথাবার্তা হয়েছে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে খেলতেই তাকে অনুপ্রাণিত করেছে। ইংল্যান্ডের জার্সি পরতে এটাই তাকে উদ্বুদ্ধ করেছে। আমি খুশি যে সে এটা বুঝেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে