ঢাকা: হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন চেতন সাকারিয়া। কষ্টের জীবন পেরিয়ে একটু সুখের মুখ দেখেছিলেন ক্রিকেট খেলে। এই আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল ১ কোটি ২০ লাখ রুপি। আইপিএল স্থগিত হওয়ার পর বাড়িতে ফিরে শোনেন বাবা করোনায় আক্রান্ত। আইপিএলের পারিশ্রমিক না পেলে বড় বিপদেই পড়তেন বাঁহাতি পেসার।
গুজরাটের ভাবনগর জেলায় চেতনের বাড়ি। তাঁর বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার।
এই দুঃসময়ে আইপিএলের টাকা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন চেতন। ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার বলেছেন, ‘যথাসময়ে টাকা পাওয়ায় রাজস্থানের কাছে আমি কৃতজ্ঞ। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে মা-বাবার হাতে তুলে দিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে যা হাতের পাঁচ হিসেবে কাজ করছে।’
করোনায় আইপিএল বন্ধ হওয়ার পক্ষে অনেকেই সোচ্চার হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে চেতন বলেছেন, ‘ক্রিকেট আমার পেশা। এটাই আমার একমাত্র উপার্জনের উৎস। আমার বাবা টেম্পো চালিয়ে সংসার চালিয়েছেন। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমিই। যদি এতদিন আইপিএল না চলত, পথে বসতে হতো আমাদের।’
এবারের আইপিএলে রাজস্থান তাঁকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাকারিয়া। ৮.২২ ইকোনমি ও ৩১.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ছিল এমএস ধোনি, লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের উইকেট।
ঢাকা: হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন চেতন সাকারিয়া। কষ্টের জীবন পেরিয়ে একটু সুখের মুখ দেখেছিলেন ক্রিকেট খেলে। এই আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল ১ কোটি ২০ লাখ রুপি। আইপিএল স্থগিত হওয়ার পর বাড়িতে ফিরে শোনেন বাবা করোনায় আক্রান্ত। আইপিএলের পারিশ্রমিক না পেলে বড় বিপদেই পড়তেন বাঁহাতি পেসার।
গুজরাটের ভাবনগর জেলায় চেতনের বাড়ি। তাঁর বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে। আইপিএল থেকে পাওয়া অর্থ দিয়েই বাবার চিকিৎসায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার।
এই দুঃসময়ে আইপিএলের টাকা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন চেতন। ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার বলেছেন, ‘যথাসময়ে টাকা পাওয়ায় রাজস্থানের কাছে আমি কৃতজ্ঞ। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে মা-বাবার হাতে তুলে দিয়েছি। এই কঠিন পরিস্থিতিতে যা হাতের পাঁচ হিসেবে কাজ করছে।’
করোনায় আইপিএল বন্ধ হওয়ার পক্ষে অনেকেই সোচ্চার হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে চেতন বলেছেন, ‘ক্রিকেট আমার পেশা। এটাই আমার একমাত্র উপার্জনের উৎস। আমার বাবা টেম্পো চালিয়ে সংসার চালিয়েছেন। এখন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমিই। যদি এতদিন আইপিএল না চলত, পথে বসতে হতো আমাদের।’
এবারের আইপিএলে রাজস্থান তাঁকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সাকারিয়া। ৮.২২ ইকোনমি ও ৩১.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেট। যেখানে ছিল এমএস ধোনি, লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানদের উইকেট।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৩ ঘণ্টা আগে