Ajker Patrika

স্নায়ুর পরীক্ষায় জিতে সমতায় বাংলাদেশের যুবারা

স্নায়ুর পরীক্ষায় জিতে সমতায় বাংলাদেশের যুবারা

খুলনায় প্রথম ওয়ানডেতে কাছাকাছি গিয়েও হেরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খুলনায় আজ দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে হারাল বাংলাদেশ। ১৪ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। 

২৬৯ রান তাড়া করতে নেমে ১৬ রানেই দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লুহান ডি প্রিটোরিয়াসকে বোল্ড করেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। এরপর উইকেটে আসেন প্রোটিয়া অধিনায়ক ডেভিড টিগার। সতীর্থরা বড় স্কোর করতে না পারলেও একপ্রান্ত আগলে খেলছিলেন টিগার। সফরকারীদের কয়েকটি জুটি গড়তে অবদান রাখেন প্রোটিয়া অধিনায়ক। ৯৩ বলে ৭৫ রান করে রানআউটের ফাঁদে কাটা পড়েন তিনি। প্রোটিয়া অধিনায়কের বিদায়ে সফরকারীদের স্কোর ৩১ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান। 

টিগারের পর দ্রুত আরও ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ১৯৪ রান হয়ে যায় প্রোটিয়াদের। অষ্টম উইকেটে লিয়াম অল্ডার ও অলিভার হোয়াইটহেডের কুশল মেন্ডিস-নিশাঙ্কার ৫১ রানের জুটিতে আবারও জয়ের সম্ভাবনা তৈরি হয় সফরকারীদের। শেষ ১৬ বলে ২৪ রান দরকার হয় দক্ষিণ আফ্রিকার। তবে ৯ রানে শেষ ৩ উইকেট হারিয়ে এক ওভার আগেই ২৫৪ রানে অলআউট হয় প্রোটিয়াদের। বাংলাদেশের সমতায় ফেরার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ আরিফুল ইসলাম। ৬০ বলে ৪৮ রান ও বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

টস জিতে আজ প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৯ রান করেছেন মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলের এই ইনিংসে ৬টি চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। এছাড়া ৪৮ রান ও ৪১ রান করেন আরিফুল ও আদিল বিন সিদ্দিক। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেনা মাফাকা ও সিফো পোটসানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত