২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি। সূচি ঘোষণার রাতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে ওঠার মাধ্যমেই মূল পর্ব নিশ্চিত হয় শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের।
১০ দল নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলকে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব উতড়ে আসা অপর এক দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
ফাইনালের রানার্সআপ দল মূল পর্বে থাকছে বাংলাদেশের গ্রুপে। চ্যাম্পিয়ন দল খেলবে ছয় বারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার গ্রুপে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নেয় ১০ দল। এখানে ‘এ’ গ্রুপে খেলেছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, ভানুয়াতু খেলেছে ‘বি’ গ্রুপে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলেছে সেমিফাইনালে।
সেমিফাইনাল দুটিই হয়েছে গত রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করে আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেটে ১১২ রান করে স্কটল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ক্যাথরিন ব্রাইস। ২৯ বলে করেছেন ৩৫ রান। ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। একই মাঠে সংযুক্ত আরব আমিরাত-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে তুলনামূলক স্কোর বেশি হয়েছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রানে থেমে যায় আমিরাতের ইনিংস। ১৫ রানে হেরেও ম্যাচসেরা আমিরাতের ইশা ওজা। ৪৪ বলে করেছেন ৬৬ রান। ২৭ রানে নেন ২ উইকেট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটিই মিরপুরে হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল হবে ২০ অক্টোবর ।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি। সূচি ঘোষণার রাতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে ওঠার মাধ্যমেই মূল পর্ব নিশ্চিত হয় শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের।
১০ দল নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলকে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব উতড়ে আসা অপর এক দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
ফাইনালের রানার্সআপ দল মূল পর্বে থাকছে বাংলাদেশের গ্রুপে। চ্যাম্পিয়ন দল খেলবে ছয় বারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার গ্রুপে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নেয় ১০ দল। এখানে ‘এ’ গ্রুপে খেলেছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, ভানুয়াতু খেলেছে ‘বি’ গ্রুপে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলেছে সেমিফাইনালে।
সেমিফাইনাল দুটিই হয়েছে গত রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করে আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেটে ১১২ রান করে স্কটল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ক্যাথরিন ব্রাইস। ২৯ বলে করেছেন ৩৫ রান। ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। একই মাঠে সংযুক্ত আরব আমিরাত-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে তুলনামূলক স্কোর বেশি হয়েছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রানে থেমে যায় আমিরাতের ইনিংস। ১৫ রানে হেরেও ম্যাচসেরা আমিরাতের ইশা ওজা। ৪৪ বলে করেছেন ৬৬ রান। ২৭ রানে নেন ২ উইকেট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটিই মিরপুরে হবে। ৩ অক্টোবর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। একই মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল হবে ২০ অক্টোবর ।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৮ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২৫ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগে