আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় হারতেই বসেছিল ভারত। আগে ব্যাটিং করে ২২৫ রানের পাহাড় গড়েও জয়ের জন্য শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। শক্তির বিচারে আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত জিতেছে ৪ রানে। জিতেও বিব্রতকর দুটি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
ডাবলিনে গত রাতে শততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি পেয়েছেন দীপক হুডা। তা ছাড়া ওপেনার স্যাঞ্জু সামসন করেছেন ৪২ বলে ৭৭ রান। মূলত এই দুজনের বড় ইনিংসেই পার পেয়ে গেছে ভারত। বাকি ব্যাটারদের মধ্যে তিনজন গোল্ডেন ডাক মেরেছেন। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্সাল প্যাটেল—এই তিনজনই ফিরেছেন নিজদের ইনিংসের প্রথম বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট এক ম্যাচে এর আগে কখনো একসঙ্গে ভারতের তিন ব্যাটার গোল্ডেন ডাক পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষেই ভারত গড়ল সেই বিব্রতকর রেকর্ড।
এই ম্যাচে ভারতের বোলররাও গড়েছেন বিব্রতকর রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচেই সবচেয়ে বেশি খরুচে বোলিং করেছেন ভারতের বোলাররা। যেখানে ওভারপ্রতি ১৩.৫০ রান খরচায় ৪ ওভারে হার্শাল প্যাটেল দিয়েছেন ৫৪ রান। ওভারপ্রতি ১১.৫০ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। রবি বিষ্ণুই ও উমরান মালিকও ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর বেশি। অর্থাৎ ৪ ওভার করে বোলিং করা প্রত্যেকেই ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় হারতেই বসেছিল ভারত। আগে ব্যাটিং করে ২২৫ রানের পাহাড় গড়েও জয়ের জন্য শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। শক্তির বিচারে আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত জিতেছে ৪ রানে। জিতেও বিব্রতকর দুটি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
ডাবলিনে গত রাতে শততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি পেয়েছেন দীপক হুডা। তা ছাড়া ওপেনার স্যাঞ্জু সামসন করেছেন ৪২ বলে ৭৭ রান। মূলত এই দুজনের বড় ইনিংসেই পার পেয়ে গেছে ভারত। বাকি ব্যাটারদের মধ্যে তিনজন গোল্ডেন ডাক মেরেছেন। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্সাল প্যাটেল—এই তিনজনই ফিরেছেন নিজদের ইনিংসের প্রথম বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট এক ম্যাচে এর আগে কখনো একসঙ্গে ভারতের তিন ব্যাটার গোল্ডেন ডাক পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষেই ভারত গড়ল সেই বিব্রতকর রেকর্ড।
এই ম্যাচে ভারতের বোলররাও গড়েছেন বিব্রতকর রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচেই সবচেয়ে বেশি খরুচে বোলিং করেছেন ভারতের বোলাররা। যেখানে ওভারপ্রতি ১৩.৫০ রান খরচায় ৪ ওভারে হার্শাল প্যাটেল দিয়েছেন ৫৪ রান। ওভারপ্রতি ১১.৫০ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। রবি বিষ্ণুই ও উমরান মালিকও ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর বেশি। অর্থাৎ ৪ ওভার করে বোলিং করা প্রত্যেকেই ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়েছেন।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২১ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে