Ajker Patrika

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি: সংগৃহীত

জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।

ভারতের গত অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন বুমরা। চোটের কারণে দলের বাইরে ছিলেন শামি ও পান্ডিয়াও। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আগের দিনই অবশ্য অধিনায়ক হিসেবে রোহিতের নাম জানিয়ে দিয়েছিল বিসিসিআই।

রোহিতের সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে শুবমান গিলকে। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি রোহিতের ডেপুটিও। তৃতীয় ওপেনার হিসেবে থাকছেন যজস্বী জয়সওয়ালও। লাল বলের ক্রিকেট দুর্দান্ত খেলা যশস্বী জয়সওয়াল প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ব্যাটিং লাইন আপে বিরাট কোহলির সঙ্গে আছেন স্রেয়াস আইয়ারও। উইকেটকিপার ব্যাটার হিসেবে লোকেশ রাহুলের সঙ্গে আছেন ঋষভ পন্তও। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), যজস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, স্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত