Ajker Patrika

স্কটল্যান্ডকে উড়িয়ে সেমির লড়াইয়ে থাকল ভারত

স্কটল্যান্ডকে উড়িয়ে সেমির লড়াইয়ে থাকল ভারত

প্রথম দুই ম্যাচ হেরে ভারতের সেমিফাইনালে যাওয়াটা এখন আর নিজেদের হাতে নেই। নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়, তবে সেমিতে চলে যাবে তারাই। তবে লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে বড় জয়ের বিকল্প নেই ভারতের। এমন সমীকরণে আফগানিস্তানের পর স্কটল্যান্ডের বিপক্ষেও বড় জয়ই পেল বিরাট কোহলির দল। স্কটিশদের ৮৫ থামিয়ে ভারত ম্যাচ জিতে নেয়ে ৮ উইকেট ও ৮১ বল হাতে রেখে। 

সহজ লক্ষ্য তাড়ায় দুই ওপেনারের চেষ্টা ছিল যত দ্রুত ম্যাচ শেষ করে রান রেটটা বাড়িয়ে নেওয়া যায়। ব্যাট হাতে শুরু থেকেই দুরন্ত রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম দুই ওভারে এ দুজন তোলেন ২৩ রান। তৃতীয় ওভার শেষে সেই সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩৯ রানে। চার-ছক্কার ঝড়ে গ্যালারি কাঁপিয়ে দেন এ দুজন। 

৫ম ওভারের শেষ বলে গিয়ে সেই ঝড়ে ধাক্কা দেন ব্রাড হুয়েল। লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান রোহিতকে ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন রোহিত। তবে ১৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় এবারের বিশ্বকাপের দ্রুততম ফিফটি পান রাহুল। পরের বলেই অবশ্য উড়িয়ে মারতে গিয়ে আউট হন এ ওপেনার। 

এর আগে দুবাইয়ে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে স্কটল্যান্ড। ১৩ রানে ফিরে যান কাইল কোয়েৎজার। দলীয় ২৭ রানে আউট হন জর্জ মুনসে। কোনো রান না করে আউট হয়ে যান রিচি বেরিংটনও। একপর্যায়ে ২৯ রানে ৪ উইকেট হারায় স্কটল্যান্ড। এই বিপর্যয় কাটিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড। শামি-জাদেজাদের তোপে ৮৫ রানেই গুটিয়ে যায় তারা। শামি ও জাদেজা দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। জাসপ্রীত বুমরা নেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত