Ajker Patrika

প্রথম টেস্ট সেঞ্চুরি করা বুলবুলই বিসিবির নতুন সভাপতি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২: ২২
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ পাওয়া ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে গতকাল। গত বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন তিনি। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, ১০ মাস পর একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন। ফারুকের পরিবর্তে নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির ১৬ তম সভাপতি হলেন বুলবুল। আজ বিকেলে বোর্ড পরিচালকদের সভার পর এই সিদ্ধান্ত হয়। বুলবুলও এনএসসি কোটায় পরিচালক পদ পেয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিলও তাঁর ব্যাট থেকে। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৮০ বলে ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বুলবুল।

দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে। বুলবুল এখন দায়িত্ব পালন করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এ ছাড়া হাই পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, টুর্নামেন্ট ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন ট্রেনিং অ্যাডুকেশন কার্যক্রম পরিচালনা করেন।

গত বছর অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তাঁর পর ২১ আগস্ট ফারুক আহমেদ হয়েছিলেন বিসিবি সভাপতি। তাঁর প্রতি সরকারের চাপ ও পরিচালকদের প্রকাশ্য অনাস্থা দেখা দেয়। গতকাল রাতে ফারুকের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের থাকা শেষ হয়ে যায়। এর আগে তিনি বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন।

নতুন বিসিবি সভাপতি বুলবুল বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ৫৩০ রান। তিন ফিফটিতে ওয়ানডেতে ৭৯৪ রান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত