নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সাল থেকে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন আইসিসি থেকে জিম্বাবুয়ের সমান রাজস্ব পায় বলে দাবি পাপনের।
আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘এত দিন আমাদের যে হারে অর্থ দিয়ে আসছিল সেটা ঠিক না। আমি ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু তারা বলেছে আট বছরের সার্কেল পড়ে যাওয়ায় দিতে পারেনি। এখন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ দেবে আমাদের। এত বছর আমাদের দিত জিম্বাবুয়ের সমান।’
নাজমুল হাসান পাপন বিসিবির এফডিআরের তথ্যও জানিয়েছে। তিনি বলেন, ‘বিসিবির অনেক আয় বেড়েছে। আমাদের সব পৃষ্ঠপোষক স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর (পুঞ্জীভূত তহবিল) প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’
বিসিবির গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আয়-ব্যয়, নিট উদ্বৃত্ত, নগদ ও ব্যাংক জমা, এফডিআর মিলে বিসিবির স্থায়ী মূলধন বা পুঞ্জীভূত তহবিলে আছে ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে যা ছিল ৩৯৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা।
আর্থিক বিষয়ের পাশাপাশি বিসিবির নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় মাথাব্যথা ছিল বিপিএল নিয়ে। এত অব্যবস্থাপনা হয়েছে এটাতে। এমন পরিস্থিতিতে আফজালুর রহমান সিনহা ভাইকে বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নির্ভার ছিলাম।’
আরেকটি অব্যবস্থপনার কথা তুলে ধরে নাজমুল হাসান বলেন, ‘একবার আমরা অনেক কোকাবুরা বল কিনেছিলাম। প্রায় আট বছরের জন্য। কিন্তু দেড় বছর পরে দেখা গেল বলগুলোর মেয়াদ শেষ!’
নাজমুল হাসান কথা বলেছেন তাঁর বিসিবির সভাপতি হওয়ার প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, ‘আমার ক্রিকেট বোর্ডে আসাটাই আশ্চর্যের! আমাকে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনটা নাম জিজ্ঞেস করেছিলেন (বিসিবির সভাপতির জন্য)। আপা কখন কী করবে, হওয়ার আগ পর্যন্ত সেটা বোঝার উপায় নেই। তখন তো আর নির্বাচন ছিল না।’
আরও পড়ুন:
ক্রিকেট বিশ্বে পঞ্চম ধনী বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সাল থেকে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন আইসিসি থেকে জিম্বাবুয়ের সমান রাজস্ব পায় বলে দাবি পাপনের।
আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘এত দিন আমাদের যে হারে অর্থ দিয়ে আসছিল সেটা ঠিক না। আমি ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু তারা বলেছে আট বছরের সার্কেল পড়ে যাওয়ায় দিতে পারেনি। এখন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ দেবে আমাদের। এত বছর আমাদের দিত জিম্বাবুয়ের সমান।’
নাজমুল হাসান পাপন বিসিবির এফডিআরের তথ্যও জানিয়েছে। তিনি বলেন, ‘বিসিবির অনেক আয় বেড়েছে। আমাদের সব পৃষ্ঠপোষক স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর (পুঞ্জীভূত তহবিল) প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’
বিসিবির গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আয়-ব্যয়, নিট উদ্বৃত্ত, নগদ ও ব্যাংক জমা, এফডিআর মিলে বিসিবির স্থায়ী মূলধন বা পুঞ্জীভূত তহবিলে আছে ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে যা ছিল ৩৯৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা।
আর্থিক বিষয়ের পাশাপাশি বিসিবির নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় মাথাব্যথা ছিল বিপিএল নিয়ে। এত অব্যবস্থাপনা হয়েছে এটাতে। এমন পরিস্থিতিতে আফজালুর রহমান সিনহা ভাইকে বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নির্ভার ছিলাম।’
আরেকটি অব্যবস্থপনার কথা তুলে ধরে নাজমুল হাসান বলেন, ‘একবার আমরা অনেক কোকাবুরা বল কিনেছিলাম। প্রায় আট বছরের জন্য। কিন্তু দেড় বছর পরে দেখা গেল বলগুলোর মেয়াদ শেষ!’
নাজমুল হাসান কথা বলেছেন তাঁর বিসিবির সভাপতি হওয়ার প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, ‘আমার ক্রিকেট বোর্ডে আসাটাই আশ্চর্যের! আমাকে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনটা নাম জিজ্ঞেস করেছিলেন (বিসিবির সভাপতির জন্য)। আপা কখন কী করবে, হওয়ার আগ পর্যন্ত সেটা বোঝার উপায় নেই। তখন তো আর নির্বাচন ছিল না।’
আরও পড়ুন:
ক্রিকেট বিশ্বে পঞ্চম ধনী বিসিবি
বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩ মিনিট আগেকদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৪ ঘণ্টা আগে