Ajker Patrika

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রংপুরের সামনে মেহেরপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২২, ১৮: ৩১
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রংপুরের সামনে মেহেরপুর

জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আগামী সোমবার নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

আজ সেমিফাইনালে দুটি ভিন্ন ভেন্যুতে প্রথম ম্যাচে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ৪২ রানে হারিয়েছে রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। অপর ম্যাচে গাজী মেমোরিয়াল স্কুলের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে টস জিতে আগে ব্যাটিং করে ১০০ রান তোলে রংপুরের প্রতিষ্ঠানটি। অল্প সংগ্রহ গড়েও দুর্দান্ত বোলিং করে তারা। স্পিনার ইয়াসিন আরাফাত সাকিব ও সাইখ ইমতিয়াজ শিহাবের ঘূর্ণিতে ৫৮ রানে গুটিয়ে যায় সুনামগঞ্জের প্রতিষ্ঠানটির ইনিংস। ১০ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন সাকিব। ডানহাতি লেগ স্পিনার ও অধিনায়ক শিহাব ৯.৪ ওভারে ১৮ রানে নেন ৪ উইকেট নিয়েছেন।

সিটি ক্লাব মাঠে অপর সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে গাজী মেমোরিয়াল স্কুল। কাজী মুজাহিদুল ইসলাম রাফিন ৪১ ও অধিনায়ক এস এম আনোয়ার হোসেন ৩৯ রানের চড়ে ১৫৮ রান তোলে তারা। জবাবে শাহরিয়ার আজাদ পিয়াস (৪১), আলিফ হোসেন (২৮) ও আরাফাত আমান রাইয়ানের (২৮) রানে চড়ে ৩ উইকেটের জয় নিশ্চিত করে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত