১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মুর্তজা স্বপন-হামিদা মুর্তজা বলাকা দম্পতির ঘর আলো করে আসা ছেলেটাই দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ তাঁর ৩৮তম জন্মদিন।
নড়াইল শহরের মহিষখোলায় জন্ম নেওয়া ম্যাশ শৈশব থেকেই ছিলেন দুরন্ত। ক্রিকেটের প্রতি তাঁর অন্যরকম আকর্ষণ, যেটিকে আঁকড়ে ধরে আজ তিনি এত দূর এসেছেন। খেলার মাঠ ছেড়ে মাশরাফি নেমেছেন রাজনীতির মাঠে। সেখানেও সফল তিনি। বর্তমানে নিজ এলাকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি।
মাশরাফি সব মহলে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবেই পরিচিত। ছেলে সাহেল বিন মুর্তজাকেও নিশ্চয়ই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবেন তিনি। তাঁর মতো আজ সাহেলেরও জন্মদিন!
সাত পেরিয়ে আটে পা রাখা ছেলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন চিঠি লিখেছেন ম্যাশ।
চিঠির শুরুটা করেছেন এভাবে, ‘প্রিয় সাহেল, আজ তোর ৭ বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল, তা পুরোটা মনে নাই। তবে এতটুকু মনে আছে, মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।’
একই দিনে ‘বাপ-ব্যাটার’ জন্মদিনকে কাকতালীয় লিখেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন। তোর দাদা-দাদির অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা। কিন্তু তোর বাবার ক্ষেত্রেও এ রকম হয়েছে। তোর বাবাও কোনো দিন এ দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এ পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি।’
দুই সন্তানকে জীবনের সেরা উপহার মনে করেন ম্যাশ, ‘তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
ছেলে দ্রুত বেড়ে ওঠায় ভয় কাজ করছে ‘নির্ভীক’ মাশরাফির মনে, ‘চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস। ব্যাপারটা ভাবতে ভালো লাগে, আবার ভয়ও কাজ করে। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে একটা বছর আজ ঝরে গেল। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। তোর আয়ু অনেক বাড়িয়ে দেন।’
চিঠির শেষটায় বেঁচে থাকার মন্ত্র ও সুশৃঙ্খল জীবন-যাপনের পথ দেখিয়েছেন ম্যাশ,
‘যে কয়দিন বাঁচবি—
তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে
তোর কান দুটো যেন ভালো কিছু শোনে
তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে
তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে
আর তোর হৃদয় যেন কখনো দুর্বলের জন্য সবল না হয়।
মাথা উঁচু করে বেঁচে থাক বাপ। একদিন আমি সবার সামনে যেন বলতে পারি, আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।’
১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মুর্তজা স্বপন-হামিদা মুর্তজা বলাকা দম্পতির ঘর আলো করে আসা ছেলেটাই দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ তাঁর ৩৮তম জন্মদিন।
নড়াইল শহরের মহিষখোলায় জন্ম নেওয়া ম্যাশ শৈশব থেকেই ছিলেন দুরন্ত। ক্রিকেটের প্রতি তাঁর অন্যরকম আকর্ষণ, যেটিকে আঁকড়ে ধরে আজ তিনি এত দূর এসেছেন। খেলার মাঠ ছেড়ে মাশরাফি নেমেছেন রাজনীতির মাঠে। সেখানেও সফল তিনি। বর্তমানে নিজ এলাকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি।
মাশরাফি সব মহলে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবেই পরিচিত। ছেলে সাহেল বিন মুর্তজাকেও নিশ্চয়ই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবেন তিনি। তাঁর মতো আজ সাহেলেরও জন্মদিন!
সাত পেরিয়ে আটে পা রাখা ছেলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন চিঠি লিখেছেন ম্যাশ।
চিঠির শুরুটা করেছেন এভাবে, ‘প্রিয় সাহেল, আজ তোর ৭ বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল, তা পুরোটা মনে নাই। তবে এতটুকু মনে আছে, মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।’
একই দিনে ‘বাপ-ব্যাটার’ জন্মদিনকে কাকতালীয় লিখেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন। তোর দাদা-দাদির অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা। কিন্তু তোর বাবার ক্ষেত্রেও এ রকম হয়েছে। তোর বাবাও কোনো দিন এ দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এ পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি।’
দুই সন্তানকে জীবনের সেরা উপহার মনে করেন ম্যাশ, ‘তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
ছেলে দ্রুত বেড়ে ওঠায় ভয় কাজ করছে ‘নির্ভীক’ মাশরাফির মনে, ‘চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস। ব্যাপারটা ভাবতে ভালো লাগে, আবার ভয়ও কাজ করে। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে একটা বছর আজ ঝরে গেল। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। তোর আয়ু অনেক বাড়িয়ে দেন।’
চিঠির শেষটায় বেঁচে থাকার মন্ত্র ও সুশৃঙ্খল জীবন-যাপনের পথ দেখিয়েছেন ম্যাশ,
‘যে কয়দিন বাঁচবি—
তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে
তোর কান দুটো যেন ভালো কিছু শোনে
তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে
তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে
আর তোর হৃদয় যেন কখনো দুর্বলের জন্য সবল না হয়।
মাথা উঁচু করে বেঁচে থাক বাপ। একদিন আমি সবার সামনে যেন বলতে পারি, আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে