১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মুর্তজা স্বপন-হামিদা মুর্তজা বলাকা দম্পতির ঘর আলো করে আসা ছেলেটাই দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ তাঁর ৩৮তম জন্মদিন।
নড়াইল শহরের মহিষখোলায় জন্ম নেওয়া ম্যাশ শৈশব থেকেই ছিলেন দুরন্ত। ক্রিকেটের প্রতি তাঁর অন্যরকম আকর্ষণ, যেটিকে আঁকড়ে ধরে আজ তিনি এত দূর এসেছেন। খেলার মাঠ ছেড়ে মাশরাফি নেমেছেন রাজনীতির মাঠে। সেখানেও সফল তিনি। বর্তমানে নিজ এলাকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি।
মাশরাফি সব মহলে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবেই পরিচিত। ছেলে সাহেল বিন মুর্তজাকেও নিশ্চয়ই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবেন তিনি। তাঁর মতো আজ সাহেলেরও জন্মদিন!
সাত পেরিয়ে আটে পা রাখা ছেলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন চিঠি লিখেছেন ম্যাশ।
চিঠির শুরুটা করেছেন এভাবে, ‘প্রিয় সাহেল, আজ তোর ৭ বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল, তা পুরোটা মনে নাই। তবে এতটুকু মনে আছে, মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।’
একই দিনে ‘বাপ-ব্যাটার’ জন্মদিনকে কাকতালীয় লিখেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন। তোর দাদা-দাদির অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা। কিন্তু তোর বাবার ক্ষেত্রেও এ রকম হয়েছে। তোর বাবাও কোনো দিন এ দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এ পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি।’
দুই সন্তানকে জীবনের সেরা উপহার মনে করেন ম্যাশ, ‘তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
ছেলে দ্রুত বেড়ে ওঠায় ভয় কাজ করছে ‘নির্ভীক’ মাশরাফির মনে, ‘চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস। ব্যাপারটা ভাবতে ভালো লাগে, আবার ভয়ও কাজ করে। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে একটা বছর আজ ঝরে গেল। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। তোর আয়ু অনেক বাড়িয়ে দেন।’
চিঠির শেষটায় বেঁচে থাকার মন্ত্র ও সুশৃঙ্খল জীবন-যাপনের পথ দেখিয়েছেন ম্যাশ,
‘যে কয়দিন বাঁচবি—
তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে
তোর কান দুটো যেন ভালো কিছু শোনে
তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে
তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে
আর তোর হৃদয় যেন কখনো দুর্বলের জন্য সবল না হয়।
মাথা উঁচু করে বেঁচে থাক বাপ। একদিন আমি সবার সামনে যেন বলতে পারি, আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।’
১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মুর্তজা স্বপন-হামিদা মুর্তজা বলাকা দম্পতির ঘর আলো করে আসা ছেলেটাই দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ তাঁর ৩৮তম জন্মদিন।
নড়াইল শহরের মহিষখোলায় জন্ম নেওয়া ম্যাশ শৈশব থেকেই ছিলেন দুরন্ত। ক্রিকেটের প্রতি তাঁর অন্যরকম আকর্ষণ, যেটিকে আঁকড়ে ধরে আজ তিনি এত দূর এসেছেন। খেলার মাঠ ছেড়ে মাশরাফি নেমেছেন রাজনীতির মাঠে। সেখানেও সফল তিনি। বর্তমানে নিজ এলাকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য তিনি।
মাশরাফি সব মহলে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবেই পরিচিত। ছেলে সাহেল বিন মুর্তজাকেও নিশ্চয়ই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবেন তিনি। তাঁর মতো আজ সাহেলেরও জন্মদিন!
সাত পেরিয়ে আটে পা রাখা ছেলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন চিঠি লিখেছেন ম্যাশ।
চিঠির শুরুটা করেছেন এভাবে, ‘প্রিয় সাহেল, আজ তোর ৭ বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল, তা পুরোটা মনে নাই। তবে এতটুকু মনে আছে, মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।’
একই দিনে ‘বাপ-ব্যাটার’ জন্মদিনকে কাকতালীয় লিখেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন। তোর দাদা-দাদির অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা। কিন্তু তোর বাবার ক্ষেত্রেও এ রকম হয়েছে। তোর বাবাও কোনো দিন এ দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এ পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি।’
দুই সন্তানকে জীবনের সেরা উপহার মনে করেন ম্যাশ, ‘তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
ছেলে দ্রুত বেড়ে ওঠায় ভয় কাজ করছে ‘নির্ভীক’ মাশরাফির মনে, ‘চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস। ব্যাপারটা ভাবতে ভালো লাগে, আবার ভয়ও কাজ করে। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে একটা বছর আজ ঝরে গেল। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোকে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। তোর আয়ু অনেক বাড়িয়ে দেন।’
চিঠির শেষটায় বেঁচে থাকার মন্ত্র ও সুশৃঙ্খল জীবন-যাপনের পথ দেখিয়েছেন ম্যাশ,
‘যে কয়দিন বাঁচবি—
তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে
তোর কান দুটো যেন ভালো কিছু শোনে
তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে
তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে
আর তোর হৃদয় যেন কখনো দুর্বলের জন্য সবল না হয়।
মাথা উঁচু করে বেঁচে থাক বাপ। একদিন আমি সবার সামনে যেন বলতে পারি, আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।’
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে