টিকিট বিক্রিতে আগেও ডিজিটাল যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটির ধারাবাহিকতা থাকেনি। দীর্ঘ সময় লাইনে দাড়ানোর ঝামেলা এড়িয়ে অনলাইনেই টিকেট কেটে খেলার ব্যবস্থা আবারও করছে বিসিবি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই সুবিধা পাবেন দর্শকেরা।
বিসিবির ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খুলে একজন দর্শক সর্বোচ্চ ২টি টিকেট কিনতে পারবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকেট কেনার প্রক্রিয়া দেখে নিতে পারেন এখান থেকে—
১. টিকেট কিনতে প্রথমে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বাই টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।
২. জাতীয় নিবন্ধন পত্রের নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. নিবন্ধন সম্পন্ন হলেই ফোন নম্বরে একটি যাচাইকরণ কোড যাবে। ‘ওটিপি’ কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন।
৪. এবার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার পছন্দ এবং চাহিদামতে গ্যালারি এবং টিকেটের সংখ্যা লিখে সাবমিট অপশনে ক্লিক করার পর টিকেটের মূল্য মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫. টিকেটের মূল্য পরিশোধ করার পরই ফোনে চলে যাবে অনলাইন টিকেটের কোড। এরপর নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।
টিকেট সংগ্রহ করতে হবে ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৬টার আগেই। সে হিসেবে আগামীকালে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু। সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী শনিবার।
টিকিট বিক্রিতে আগেও ডিজিটাল যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটির ধারাবাহিকতা থাকেনি। দীর্ঘ সময় লাইনে দাড়ানোর ঝামেলা এড়িয়ে অনলাইনেই টিকেট কেটে খেলার ব্যবস্থা আবারও করছে বিসিবি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই এই সুবিধা পাবেন দর্শকেরা।
বিসিবির ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট খুলে একজন দর্শক সর্বোচ্চ ২টি টিকেট কিনতে পারবেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকেট কেনার প্রক্রিয়া দেখে নিতে পারেন এখান থেকে—
১. টিকেট কিনতে প্রথমে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘বাই টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।
২. জাতীয় নিবন্ধন পত্রের নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. নিবন্ধন সম্পন্ন হলেই ফোন নম্বরে একটি যাচাইকরণ কোড যাবে। ‘ওটিপি’ কোড লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন।
৪. এবার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার পছন্দ এবং চাহিদামতে গ্যালারি এবং টিকেটের সংখ্যা লিখে সাবমিট অপশনে ক্লিক করার পর টিকেটের মূল্য মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫. টিকেটের মূল্য পরিশোধ করার পরই ফোনে চলে যাবে অনলাইন টিকেটের কোড। এরপর নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।
টিকেট সংগ্রহ করতে হবে ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৬টার আগেই। সে হিসেবে আগামীকালে সিলেটে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু। সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী শনিবার।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১১ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১২ ঘণ্টা আগে