Ajker Patrika

প্রবাসে ঈদ, হৃদয়ের আবেগঘন পোস্ট

আপডেট : ১৬ জুন ২০২৪, ২২: ০৩
প্রবাসে ঈদ, হৃদয়ের আবেগঘন পোস্ট

বাংলাদেশে ঈদুল আজহা আগামীকাল। তবে বাংলাদেশ ক্রিকেট দলের কি দেশে কোরবানির ঈদ উদযাপন করার সুযোগ আছে? টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা অবস্থান করছেন সুদূর সেন্ট ভিনসেন্টে। প্রবাসে ঈদ উদযাপন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হৃদয়।

ভাই, গরুর দাম কত—কোরবানির গরু কিনে বাসায় ফেরার পথে এই প্রশ্নের সম্মুখীন হননি, এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। এখনো হয়তো অনেকেই গরুর দাম আশেপাশের মানুষজনকে বলতে বলতে বাসায় যাচ্ছেন। কারণ ঈদুল আজহার আগমুহূর্তে বাংলাদেশের পশুর হাটগুলোতে এখনো সরগরম। ঈদের নামাজ শেষে আগামীকাল অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে কোলাকুলি করবেন ও ঈদ উদযাপন করবেন। বাংলাদেশে ঈদ উদযাপনের এমন দৃশ্য খুবই পরিচিত। তবে বাংলাদেশের আগে আজ সেন্ট ভিনসেন্টে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। প্রবাসে ঈদ উদযাপনের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করলেও হৃদয়ের মন যে পড়ে আছে মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লিখেছেন, ‘আত্মত্যাগের ঈদে দূরে আছি পরিবার, সবুজ-শ্যামল গ্রাম এবং দেশ থেকে। মহান আল্লাহপাক এই পবিত্র দিনটি আমার মা-বাবার মুখ দেখা থেকে বঞ্চিত করেছেন। খুব ইচ্ছে হলেও মায়ের কোলে মাথা রাখতে পারছি না। বন্ধুদের সঙ্গে কোলা-কুলি করতে পারছি না। প্রতিবার কোরবানির প্রিয় পশুর মাথায় হাত বুলিয়ে দিই, এবার সেটাও হলো না।’

বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালকে হারালেই কোনো সমীকরণ ছাড়া সুপার এইটে উঠবে বাংলাদেশ। তাতে ঈদের আনন্দ যে বহুগুণ বেড়ে যাবে, তা আর না বললেও চলছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে হৃদয় বলেছেন, ‘হয়তো আল্লাহপাক এই ত্যাগটুকুই আমার জন্য কবুল করেছেন। পরবর্তী ম্যাচে জাতীয় সংগীতের লাইনে দাঁড়িয়ে শুধু এতটুকুই মনে পরবেঃ-দেশের দায়িত্বে আছি, এই দায়িত্ব পালনে এ রকম শত শত ত্যাগের জন্য আমি সদা প্রস্তুত। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের দোয়ায় রাখবেন। ঈদ মোবারক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত