২০০৮-এর ১৮ আগস্ট। বয়স তখনো ২০ পেরোয়নি। ভারতের জার্সিতে অভিষেক হয়েছে তরুণ বিরাট কোহলির। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।
১৫ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাল্লা দিয়ে রান করেছেন কোহলি। ২৫৫৮২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে এই তালিকায় কোহলি রয়েছেন দুইয়ে। ক্যারিয়ার স্কোরের প্রায় ৫৪ শতাংশ রান তিনি দৌড়ে করেছেন। দৌড়ে ভারতীয় এই ব্যাটার নিয়েছেন ১৩৭৪৮ রান। এ সময় তিনি দৌড়েছেন ২৭৬.৫৭ কিলোমিটার। শুধু তাই নয়, সতীর্থদের ১১৬০৬ রান করার সময় তিনি দৌড়েছেন ২৩৩.৪৮ কিলোমিটার। নিজের ও সতীর্থদের মিলে কোহলি দৌড়েছেন ৫১০.০৫ কিলোমিটার। এ সময় মোট রান হয়েছে ২৫৩৫৪। প্রতি রানের জন্য ভারতীয় এই ব্যাটারকে গড়ে দৌড়াতে হয়েছে ২০.১২ মিটার।
বাউন্ডারি ছাড়া স্কোরিংয়ে কোহলির রান ও দূরত্ব:
কোহলির স্কোর: ১৩৭৪৮; দৌড়েছেন: ২৭৬.৫৭ কিলোমিটার
কোহলির পার্টনারদের স্কোর: ১১৬০৬; দৌড়েছেন: ২৩৩.৪৮ কিলোমিটার
মোট: ২৫৩৫৪ রান; দূরত্ব: ৫১০.০৫ কিলোমিটার
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে কোহলি করেছেন ৭৬ সেঞ্চুরি। এই ৭৬ সেঞ্চুরি তিনি করেছেন ৪৬ ভেন্যুতে। ভেন্যু ও সেঞ্চুরি দুই তালিকায় কোহলির চেয়ে এগিয়ে আছেন শচীন টেন্ডুলকার। ৫৩ ভেন্যুতে ১০০ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ভেন্যুতে সর্বোচ্চ সেঞ্চুরি:
শচীন টেন্ডুলকার: ১০০ সেঞ্চুরি; ৫৩ ভেন্যু
বিরাট কোহলি: ৭৬ সেঞ্চুরি; ৪৬ ভেন্যু
রিকি পন্টিং: ৭১ সেঞ্চুরি; ৩৫ ভেন্যু
জ্যাক ক্যালিস: ৬২ সেঞ্চুরি; ৩৫ ভেন্যু
রাহুল দ্রাবিড়: ৪৮ সেঞ্চুরি; ৩৩ ভেন্যু
টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই কোহলির রেকর্ড। ২০১৪,২০১৬-দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। বিশ্বকাপে কোহলি রান করেছেন, এমন ১০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৯ ম্যাচে। এই ম্যাচগুলোতে তাঁর গড় ২৭০.৫। কমপক্ষে পাঁচ ইনিংস খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে তা সর্বোচ্চ। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ গড় মার্কাস স্টয়নিসের। সফল রান তাড়াতেও কোহলির গড় সর্বোচ্চ এবং সংখ্যাটা চোখ কপালে ওঠার মতো: গড় ৫১৮। ভারতীয় ব্যাটারের পর দ্বিতীয় স্থানে আছেন ক্যামেরন হোয়াইট। হোয়াইটের গড় ১০৪।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় সর্বোচ্চ গড়:
বিরাট কোহলি (ভারত): ২৭০.৫
মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া): ১৪৬
মাইক হাসি (অস্ট্রেলিয়া): ৭৬
ডেভিড ভিসে (দক্ষিণ আফ্রিকা,নামিবিয়া): ৬২.৫
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা): ৬১.৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল রান তাড়ায় সর্বোচ্চ গড়:
বিরাট কোহলি (ভারত): ৫১৮
ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া): ১০৪
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ১০৩
পল স্টার্লিং (আয়ারল্যান্ড): ৮৬
মহেন্দ্র সিং ধোনি (ভারত): ৮২
২০০৮-এর ১৮ আগস্ট। বয়স তখনো ২০ পেরোয়নি। ভারতের জার্সিতে অভিষেক হয়েছে তরুণ বিরাট কোহলির। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।
১৫ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাল্লা দিয়ে রান করেছেন কোহলি। ২৫৫৮২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে এই তালিকায় কোহলি রয়েছেন দুইয়ে। ক্যারিয়ার স্কোরের প্রায় ৫৪ শতাংশ রান তিনি দৌড়ে করেছেন। দৌড়ে ভারতীয় এই ব্যাটার নিয়েছেন ১৩৭৪৮ রান। এ সময় তিনি দৌড়েছেন ২৭৬.৫৭ কিলোমিটার। শুধু তাই নয়, সতীর্থদের ১১৬০৬ রান করার সময় তিনি দৌড়েছেন ২৩৩.৪৮ কিলোমিটার। নিজের ও সতীর্থদের মিলে কোহলি দৌড়েছেন ৫১০.০৫ কিলোমিটার। এ সময় মোট রান হয়েছে ২৫৩৫৪। প্রতি রানের জন্য ভারতীয় এই ব্যাটারকে গড়ে দৌড়াতে হয়েছে ২০.১২ মিটার।
বাউন্ডারি ছাড়া স্কোরিংয়ে কোহলির রান ও দূরত্ব:
কোহলির স্কোর: ১৩৭৪৮; দৌড়েছেন: ২৭৬.৫৭ কিলোমিটার
কোহলির পার্টনারদের স্কোর: ১১৬০৬; দৌড়েছেন: ২৩৩.৪৮ কিলোমিটার
মোট: ২৫৩৫৪ রান; দূরত্ব: ৫১০.০৫ কিলোমিটার
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে কোহলি করেছেন ৭৬ সেঞ্চুরি। এই ৭৬ সেঞ্চুরি তিনি করেছেন ৪৬ ভেন্যুতে। ভেন্যু ও সেঞ্চুরি দুই তালিকায় কোহলির চেয়ে এগিয়ে আছেন শচীন টেন্ডুলকার। ৫৩ ভেন্যুতে ১০০ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ভেন্যুতে সর্বোচ্চ সেঞ্চুরি:
শচীন টেন্ডুলকার: ১০০ সেঞ্চুরি; ৫৩ ভেন্যু
বিরাট কোহলি: ৭৬ সেঞ্চুরি; ৪৬ ভেন্যু
রিকি পন্টিং: ৭১ সেঞ্চুরি; ৩৫ ভেন্যু
জ্যাক ক্যালিস: ৬২ সেঞ্চুরি; ৩৫ ভেন্যু
রাহুল দ্রাবিড়: ৪৮ সেঞ্চুরি; ৩৩ ভেন্যু
টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই কোহলির রেকর্ড। ২০১৪,২০১৬-দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। বিশ্বকাপে কোহলি রান করেছেন, এমন ১০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৯ ম্যাচে। এই ম্যাচগুলোতে তাঁর গড় ২৭০.৫। কমপক্ষে পাঁচ ইনিংস খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে তা সর্বোচ্চ। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ গড় মার্কাস স্টয়নিসের। সফল রান তাড়াতেও কোহলির গড় সর্বোচ্চ এবং সংখ্যাটা চোখ কপালে ওঠার মতো: গড় ৫১৮। ভারতীয় ব্যাটারের পর দ্বিতীয় স্থানে আছেন ক্যামেরন হোয়াইট। হোয়াইটের গড় ১০৪।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় সর্বোচ্চ গড়:
বিরাট কোহলি (ভারত): ২৭০.৫
মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া): ১৪৬
মাইক হাসি (অস্ট্রেলিয়া): ৭৬
ডেভিড ভিসে (দক্ষিণ আফ্রিকা,নামিবিয়া): ৬২.৫
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা): ৬১.৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল রান তাড়ায় সর্বোচ্চ গড়:
বিরাট কোহলি (ভারত): ৫১৮
ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া): ১০৪
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ১০৩
পল স্টার্লিং (আয়ারল্যান্ড): ৮৬
মহেন্দ্র সিং ধোনি (ভারত): ৮২
১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৫ মিনিট আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগেবিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
৪ ঘণ্টা আগে