বয়সটাই শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল। সদ্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারোয় পা দেওয়ার পর অবশ্য আর দেরি করেননি। স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বরণ করে নেওয়া হয় ব্রাজিলের ‘বিস্ময় বালক’কে।
এরই মধ্যে ভবিষ্যতের ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ট্যাগ এখনই পেয়ে গেছেন এন্ড্রিক। মাত্র কৈশোর পেরোনো এই স্ট্রাইকার ইউরোপের সেরা ক্লাবে খেলারও সুযোগ পেয়ে গেলেন। হাজার হাজার দর্শকের সামনে অশ্রুসিক্ত চোখে স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত এন্ড্রিক নিজের অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছিলেন। আবেগী হয়ে বলেছেন, ‘অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। আমি সব সময় এখানে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটি শুধু আমার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন আমি পূরণ করেছি।’
৭৫০ কোটি টাকায় দুই বছর আগে এন্ড্রিককে দলে ভেড়ায় রিয়াল। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে তাঁর খেলা দেখেই মজে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে ৪০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এন্ড্রিক। তবে বয়স তখন মাত্র ১৬ বছর হওয়ায় মাদ্রিদে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না সেলেসাও তারকা ফুটবলারকে।
বয়সটাই শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল। সদ্য প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারোয় পা দেওয়ার পর অবশ্য আর দেরি করেননি। স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বরণ করে নেওয়া হয় ব্রাজিলের ‘বিস্ময় বালক’কে।
এরই মধ্যে ভবিষ্যতের ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ট্যাগ এখনই পেয়ে গেছেন এন্ড্রিক। মাত্র কৈশোর পেরোনো এই স্ট্রাইকার ইউরোপের সেরা ক্লাবে খেলারও সুযোগ পেয়ে গেলেন। হাজার হাজার দর্শকের সামনে অশ্রুসিক্ত চোখে স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি।
রিয়ালে যোগ দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত এন্ড্রিক নিজের অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছিলেন। আবেগী হয়ে বলেছেন, ‘অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। আমি সব সময় এখানে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটি শুধু আমার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন আমি পূরণ করেছি।’
৭৫০ কোটি টাকায় দুই বছর আগে এন্ড্রিককে দলে ভেড়ায় রিয়াল। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে তাঁর খেলা দেখেই মজে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে ৪০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এন্ড্রিক। তবে বয়স তখন মাত্র ১৬ বছর হওয়ায় মাদ্রিদে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না সেলেসাও তারকা ফুটবলারকে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে