Ajker Patrika

পাকিস্তান লিগে সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভাঙলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ মে ২০২৫, ১০: ৫৪
পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন রিশাদের। ছবি: ফেসবুক
পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন রিশাদের। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক সময় নিয়মিত রিশাদ হোসেন হয়ে পড়েছিলেন ‘অমাবশ্যার চাঁদ’। লাহোর কালান্দার্স একের পর এক ম্যাচ খেললেও একাদশে তাঁর জায়গা হচ্ছিল না। অবশেষে টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর গতকাল সুযোগ পেলেন।

সুযোগ পেয়েই রিশাদ করলেন বাজিমাত। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী এখন ২২ বছর বয়সী এই লেগস্পিনার। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর উইকেট ৯। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই সমান ৮ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। সাকিব ও মাহমুদউল্লাহর ইকোনমি ৭.৬৬ ও ৭.৯০।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে ৪৭ বলে ৯০ রান যোগ করেন দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ নাঈম। অষ্টম ওভারের পঞ্চম বলে নাঈমকে ফিরিয়ে জুটি ভাঙেন করাচি পেসার আমির জামাল। ৭.৫ ওভারে ১ উইকেটে লাহোর কালান্দার্স ৯০ রানে পরিণত হওয়ার পর বৃষ্টির বাগড়ায় কয়েক ঘণ্টা খেলা বন্ধ থাকে। ম্যাচ পুনরায় শুরু হলে ১৫ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৫ ওভারে ৮ উইকেটে করে ১৬০ রান।

বৃষ্টি আইনে এরপর করাচি কিংসের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৬৮ রান। ঝোড়ো ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে দলটি। ১১.২ ওভারে ৫ উইকেটে করাচি ১১৬ রানে পরিণত হয়। যেখানে সপ্তম ওভারের চতুর্থ বলে জেমস ভিন্সকে ফিরিয়ে রিশাদ রেকর্ডটি নিজের নামে করে ফেলেন। ৩ ওভারে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। আর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবী ও ইরফান খান ১৭ বলে ৪৫ রানের জুটি গড়লে ম্যাচ করাচি কিংসের হাতের মুঠোয় চলে আসে। ১৫তম ওভারের তৃতীয় বলে ড্যারিল মিচেলকে ছক্কা মেরে করাচি কিংসকে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দেন ইরফান। ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে ইরফান হয়েছেন ম্যাচসেরা।

২০২৫ পিএসএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে রিশাদ নিয়েছেন ৯ উইকেট। বোলিং করেছেন ৮.৭০ ইকোনমিতে। তাঁর দল লাহোর কালান্দার্স ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের চারে। ৯ ম্যাচে চারটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই ও তিনে থাকা ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস দুই দলেরই পয়েন্ট ১০। দুই দলই খেলেছে আটটি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত