Ajker Patrika

লিটনদের সহকারী ও বোলিং কোচ হলেন টেইট

ক্রীড়া ডেস্ক    
করাচি কিংসের সহকারী ও পেস বোলিং কোচ হলেন শন টেইট। ছবি: এএফপি
করাচি কিংসের সহকারী ও পেস বোলিং কোচ হলেন শন টেইট। ছবি: এএফপি

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেনও খেলবেন ২০২৫ পিএসএল। তার আগে লিটনের দল করাচি কিংস সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শন টেইটকে। সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা পেসারকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে করাচি কিংস।

শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে করাচি। কোচ হিসেবেও বেশ সুনাম রয়েছে টেইটের। কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। তাঁর অধীনে সবশেষ বিপিএলে চট্টগ্রাম কিংস রানার্সআপ হয়েছে।

এর আগে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন টেইট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এবং আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। পিএসএলেও কাজ করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলেও ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন টেইট। অস্ট্রেলিয়ার ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে শিকার করেছেন ৯৫ উইকেট। করাচি কিংসের প্রধান কোচ হিসেবে আছেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। করাচির হয়ে আগের মৌসুমে খেলেছেনও তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত