তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|
তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে