তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|
তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৮ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৩১ মিনিট আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে