নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে।
তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে।
তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’
এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে