Ajker Patrika

শান্তকে বোঝাতে ক্যালিসকে টানলেন ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬: ০০
শান্তকে বোঝাতে ক্যালিসকে টানলেন ডমিঙ্গো

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল চোটে না পড়লে অবশ্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হতো। তবে প্রথম ওয়ানডেতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। দীপক চাহারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। যদিও তিন সংস্করণেই শান্ত সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পেরেছেন, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে। 

তবে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্টের ভরসার হাত শান্তর কাঁধে থাকছে। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ রাসেল ডমিঙ্গোও ব্যতিক্রম হননি। শান্তকে একাদশে রাখা নিয়ে বাংলাদেশ কোচের ব্যাখ্যাটা এ রকম, ‘ওপেনিংয়ে আমি ডানহাতি-বাঁহাতি খেলাতে পছন্দ করি। সে (শান্ত) সাদা বলের ক্রিকেটে ভালো করার উপায় খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুটো ফিফটি আছে।’

এখন পর্যন্ত ১৪ ওয়ানডে খেলেছেন শান্ত। তাঁর ব্যাটিং গড় মাত্র ১৩.৫০। স্ট্রাইক রেট ৬০.৯৬। শান্তকে বোঝাতে স্বদেশি কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় মাত্র ১২। সে নিজেকে সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তর আরও ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। কিন্তু এটাও সত্য, তাকে কিছু ট্রিকি উইকেটে খেলতে হয়েছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। ১২ (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি নয়। সে কঠিন কন্ডিশনে কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছে।’

এদিকে দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিন আহমেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। যদিও আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন এই পেসার। কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত