Ajker Patrika

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি। ছবি: এএফপি
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই সকালে তিনি উপস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১০ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধন করলেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এ সময় বিসিবি সভাপতি জানিয়েছেন, সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা মুশফিককে সংবর্ধনা দিতে চান তাঁরা।

লিগে অংশ নেওয়া ৬০ দলের ক্রিকেটাররা ১২টি গ্রুপে ভাগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান অধিনায়ক শান্ত। এত দিন পর আবারও ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লিগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক আহমেদ। তবে তাঁর সন্তুষ্টির আরেকটি বড় কারণ হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল উপলক্ষে পাকিস্তান সফরে গিয়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করা। সেখানে তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আইসিসি ইভেন্টে সব দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকেন। ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।’

এফটিপির বাইরে বাংলাদেশে পাকিস্তান সফর নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’

ওয়ানডে সংস্করণ থেকে অবসর নেওয়া মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি। এ উইকেটরক্ষক-ব্যাটারের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত