Ajker Patrika

জুভেন্টাসের সাবেক প্রধানকে ৭২ লাখ টাকা জরিমানা 

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১: ১১
জুভেন্টাসের সাবেক প্রধানকে ৭২ লাখ টাকা জরিমানা 

আর্থিক কেলেঙ্কারিতে জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি শাস্তি পেয়েছিলেন আগেই। এবার সেই শাস্তিটা আরেকটু বাড়ল।

আগনেল্লিকে আরও ১৬ মাস নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। একই সঙ্গে ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭১ লাখ ৪৬ হাজার টাকা। গতকাল এই শাস্তির কথা জানিয়েছে এফআইজিসি। 

দুর্নীতির অভিযোগে আগনেল্লির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা তো রয়েছেই। এ বছরের মে মাসে তাঁকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে জুভেন্টাসের সিরি ‘আ’ থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’তে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জুভেন্টাস। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তুরিনের বুড়িদের। 

করোনা মহামারির সময়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে জুভেন্টাসের বিরুদ্ধে। ইতালিয়ান এই ক্লাব জানিয়েছিল, ক্লাবকে সাহায্য করতে ২৩ খেলোয়াড় তাদের চার মাসের বেতন না নিতেও রাজি। পরে তদন্ত করে দেখা গেছে, মাত্র এক মাসের বেতন খেলোয়াড়েরা নেননি। ক্লাবটির সভাপতির দায়িত্ব থেকে গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন আগনেল্লি। আগনেল্লির সঙ্গে অনেকেই তখন পদত্যাগ করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত