ক্রীড়া ডেস্ক

ব্যাটিং ব্যর্থতা যেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডের নিত্যসঙ্গী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচটা ইংলিশরা জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন জ্যাকব বেথেল।
সিডনিতে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুঃসংবাদ পেয়েছিল ইংল্যান্ড। ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে। ব্যাটিংয়ে নেমেও তিনি ব্যর্থ হয়েছেন। ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বেথেল। প্রথম টেস্ট সেঞ্চুরি করা ইংল্যান্ডের এই ব্যাটার ১৪২ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে ১১৯ রানে এগিয়ে এখন ইংল্যান্ড। বেথেল ও ম্যাথু পটস আগামীকাল পঞ্চম দিনে খেলতে নামবেন।
প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৭ উইকেটে ৫১৮ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ইনিংসের ১২৭তম ওভারের চতুর্থ বলে স্টোকসকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়েছেন স্টিভ স্মিথ। এরপরই কুঁচকির চোটে মাঠ ছেড়ে চলে যান স্টোকস। ফিল্ডিংও আর করতে পারেননি তাঁকে। চতুর্থ দিনের খেলা শুরুর ১০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় অবশ্য গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩৩.৫ ওভারে ৫৬৭ রানে অলআউট অজিরা। স্বাগতিকেরা নিয়েছেন ১৮৩ রানের লিড। যেখানে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৪ রানে গুটিয়ে গেছে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮ রান করেন স্মিথ। ইংল্যান্ডের জশ টাঙ, ব্রাইডন কার্স নিয়েছেন তিনটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে জ্যাক ক্রলিকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তিন নম্বরে নামা বেথেল আজ দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ১১১ বলে ৮১ রানের জুটি গড়তে অবদান রাখেন বেথেল।
২০তম ওভারের প্রথম বলে ডাকেটকে বোল্ড করে জুটি ভাঙেন মাইকেল নেসের। ৫৫ বলে ৬ চারে ৪২ রান করেন ডাকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ৫১.৩ ওভারে ৫ উইকেটে ২১৯ রান। যেখানে চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক-বেথেল ১১৬ বলে ১০২ রানের জুটি গড়েছেন। ৪৮ বলে ৫ চারে ৪২ রান করেন ব্রুক।
চতুর্থ দিনের খেলা শেষে বেথেল ২৩২ বলে ১৫ চারে ১৪২ রানে অপরাজিত। তাঁর সঙ্গী ম্যাথু পটস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার নিয়েছেন ৩ উইকেট। স্কট বোল্যান্ড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মাইকেল নেসের। ইংল্যান্ডের জেমি স্মিথ হয়েছেন রানআউট।

ব্যাটিং ব্যর্থতা যেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডের নিত্যসঙ্গী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচটা ইংলিশরা জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন জ্যাকব বেথেল।
সিডনিতে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুঃসংবাদ পেয়েছিল ইংল্যান্ড। ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে। ব্যাটিংয়ে নেমেও তিনি ব্যর্থ হয়েছেন। ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বেথেল। প্রথম টেস্ট সেঞ্চুরি করা ইংল্যান্ডের এই ব্যাটার ১৪২ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে ১১৯ রানে এগিয়ে এখন ইংল্যান্ড। বেথেল ও ম্যাথু পটস আগামীকাল পঞ্চম দিনে খেলতে নামবেন।
প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৭ উইকেটে ৫১৮ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ইনিংসের ১২৭তম ওভারের চতুর্থ বলে স্টোকসকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়েছেন স্টিভ স্মিথ। এরপরই কুঁচকির চোটে মাঠ ছেড়ে চলে যান স্টোকস। ফিল্ডিংও আর করতে পারেননি তাঁকে। চতুর্থ দিনের খেলা শুরুর ১০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় অবশ্য গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩৩.৫ ওভারে ৫৬৭ রানে অলআউট অজিরা। স্বাগতিকেরা নিয়েছেন ১৮৩ রানের লিড। যেখানে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৪ রানে গুটিয়ে গেছে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮ রান করেন স্মিথ। ইংল্যান্ডের জশ টাঙ, ব্রাইডন কার্স নিয়েছেন তিনটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে জ্যাক ক্রলিকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তিন নম্বরে নামা বেথেল আজ দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ১১১ বলে ৮১ রানের জুটি গড়তে অবদান রাখেন বেথেল।
২০তম ওভারের প্রথম বলে ডাকেটকে বোল্ড করে জুটি ভাঙেন মাইকেল নেসের। ৫৫ বলে ৬ চারে ৪২ রান করেন ডাকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ৫১.৩ ওভারে ৫ উইকেটে ২১৯ রান। যেখানে চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক-বেথেল ১১৬ বলে ১০২ রানের জুটি গড়েছেন। ৪৮ বলে ৫ চারে ৪২ রান করেন ব্রুক।
চতুর্থ দিনের খেলা শেষে বেথেল ২৩২ বলে ১৫ চারে ১৪২ রানে অপরাজিত। তাঁর সঙ্গী ম্যাথু পটস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার নিয়েছেন ৩ উইকেট। স্কট বোল্যান্ড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মাইকেল নেসের। ইংল্যান্ডের জেমি স্মিথ হয়েছেন রানআউট।

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৪ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে