ক্রীড়া ডেস্ক
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনি পাচ্ছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। যা দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
পদ্ম পুরস্কারের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১৩৯ জনের নাম প্রকাশ করেছে। যার মধ্যে ৭ জন পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মশ্রী ১৯ জন এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান, প্যারালিম্পিক পদকজয়ী হারভিন্দর সিং, সত্যপাল সিং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেবেন।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবশেষ গুরুচরণ সিং পদ্মশ্রী পেয়েছিলেন। জহির খান এই পুরস্কার পেয়েছিলেন জহির খান ২০২০ সালে। আর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিরাট কোহলি এই পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে।
এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনির মতো তারকারাও এই পুরস্কার পেয়েছিলেন।
শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারত সরকার প্রতি বছর পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকে। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অশ্বিন ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন। ২৮৭ ম্যাচে পেয়েছেন ৭৬৫ উইকেট। যার মধ্যে টেস্টেই নিয়েছেন ৫৩৭ উইকেট।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনি পাচ্ছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। যা দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
পদ্ম পুরস্কারের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১৩৯ জনের নাম প্রকাশ করেছে। যার মধ্যে ৭ জন পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মশ্রী ১৯ জন এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান, প্যারালিম্পিক পদকজয়ী হারভিন্দর সিং, সত্যপাল সিং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেবেন।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবশেষ গুরুচরণ সিং পদ্মশ্রী পেয়েছিলেন। জহির খান এই পুরস্কার পেয়েছিলেন জহির খান ২০২০ সালে। আর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিরাট কোহলি এই পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে।
এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনির মতো তারকারাও এই পুরস্কার পেয়েছিলেন।
শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারত সরকার প্রতি বছর পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকে। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অশ্বিন ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন। ২৮৭ ম্যাচে পেয়েছেন ৭৬৫ উইকেট। যার মধ্যে টেস্টেই নিয়েছেন ৫৩৭ উইকেট।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৫ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৬ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৭ ঘণ্টা আগে