একটা সময় আফগানিস্তান জয় পেলেই কাবুলের রাস্তায় নেমে আসত মানুষ। মিছিল–স্লোগানে উল্লাস করতে করতেই কেউ কেউ ফাঁকা গুলি ছুড়ে উদ্যাপন করতেন জয়। কিন্তু তালেবান দেশটির ক্ষমতা দখল করার পর ছেদ পড়েছে সেই দৃশ্যে। গতকাল টি–টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানরা স্কটল্যান্ডকে ১৩০ রানে দুরমুশ করার পরও কাবুল ছিল যেন এক নিস্তব্ধ শহর।
আগস্টে তালেবানের আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসার পর এটিই ছিল দেশটির সবচেয়ে বড় জয়। ধারণা করা হচ্ছে, তালেবান উদ্যাপনের ওপর খড়্গ বসাতে পারে, সেই শঙ্কায় মানুষজন রাস্তায় বের হয়নি। তবে এই জয় উদ্যাপন করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ থেকে অনেকেই আফগানিস্তান জাতীয় দলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনাও করেন।
কিন্তু কাবুল জুড়ে এমন এক নীরবতা ছিল, যেখানে এই ধরনের জয়গুলি আগে বেশ আড়ম্বরভাবেই উদ্যাপন করতেন মানুষ। রাস্তায় উল্লাস, আতশবাজি থেকে ফাঁকা গুলি কিছুই বাদ যেত না সেই উৎসব থেকে। সেখানে গতকাল আফগানদের জয়ের পর কাবুলের আকাশে মাত্র কয়েকটি ছোট আতশবাজি দেখা গেছে। রাস্তাগুলো বেশির ভাগ ছিল হয় খালি আর নীরব।
এটা ঠিক তালেবান জনসাধারণের বিনোদনের ওপর নানা ধরনের বাঁধ সাধলেও ক্রিকেট সব সময়ই ব্যতিক্রম ছিল। এরপরও মানুষজনের সড়কে বের না হওয়ার পেছনে ভয়ই কাজ করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
শুধু তালেবান নয়, বিশ্বকাপের মঞ্চে পাওয়া এই বড় জয়কে তাৎপর্যপূর্ণ বলছে তাদের ‘শত্রুরাও’। তালেবানের ক্ষমতায় বসার আগে আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, এই বিজয় নতুন আশা স্থাপন করেছে।’ তবে আগের মতো জয় উদ্যাপন করতে না পারায় নিশ্চয় কাবুলবাসীর মনে চাপা কষ্ট রয়ে যাবে।
একটা সময় আফগানিস্তান জয় পেলেই কাবুলের রাস্তায় নেমে আসত মানুষ। মিছিল–স্লোগানে উল্লাস করতে করতেই কেউ কেউ ফাঁকা গুলি ছুড়ে উদ্যাপন করতেন জয়। কিন্তু তালেবান দেশটির ক্ষমতা দখল করার পর ছেদ পড়েছে সেই দৃশ্যে। গতকাল টি–টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানরা স্কটল্যান্ডকে ১৩০ রানে দুরমুশ করার পরও কাবুল ছিল যেন এক নিস্তব্ধ শহর।
আগস্টে তালেবানের আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসার পর এটিই ছিল দেশটির সবচেয়ে বড় জয়। ধারণা করা হচ্ছে, তালেবান উদ্যাপনের ওপর খড়্গ বসাতে পারে, সেই শঙ্কায় মানুষজন রাস্তায় বের হয়নি। তবে এই জয় উদ্যাপন করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ থেকে অনেকেই আফগানিস্তান জাতীয় দলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনাও করেন।
কিন্তু কাবুল জুড়ে এমন এক নীরবতা ছিল, যেখানে এই ধরনের জয়গুলি আগে বেশ আড়ম্বরভাবেই উদ্যাপন করতেন মানুষ। রাস্তায় উল্লাস, আতশবাজি থেকে ফাঁকা গুলি কিছুই বাদ যেত না সেই উৎসব থেকে। সেখানে গতকাল আফগানদের জয়ের পর কাবুলের আকাশে মাত্র কয়েকটি ছোট আতশবাজি দেখা গেছে। রাস্তাগুলো বেশির ভাগ ছিল হয় খালি আর নীরব।
এটা ঠিক তালেবান জনসাধারণের বিনোদনের ওপর নানা ধরনের বাঁধ সাধলেও ক্রিকেট সব সময়ই ব্যতিক্রম ছিল। এরপরও মানুষজনের সড়কে বের না হওয়ার পেছনে ভয়ই কাজ করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
শুধু তালেবান নয়, বিশ্বকাপের মঞ্চে পাওয়া এই বড় জয়কে তাৎপর্যপূর্ণ বলছে তাদের ‘শত্রুরাও’। তালেবানের ক্ষমতায় বসার আগে আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, এই বিজয় নতুন আশা স্থাপন করেছে।’ তবে আগের মতো জয় উদ্যাপন করতে না পারায় নিশ্চয় কাবুলবাসীর মনে চাপা কষ্ট রয়ে যাবে।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
২ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে