পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। তবে দলের সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে সরব এই অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টের আগে এ নিয়ে কথা বলেছেন তিনি। ক্রাইস্টচার্চে টসকে বড় করে দেখছেন সাকিব।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের কথা শুনলে পেসারদের জিভে জল আসতে বাধ্য। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশকে সেটার আবছা হুমকিও দিয়ে রেখেছেন রস টেলর। এখানে টস জিতে কোনো ভাবনা ছাড়াই ব্যাটিংয়ের কথাও বলেছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।
ক্রাইস্টচার্চে টসকে ম্যাচের নির্ধারক হিসেবে দেখছেন সাকিবও। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বিসিএল খেলতে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন তিনি। আজ একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব বলেছেন, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা খুবই গুরুত্বপূর্ণ। টস জেতাটা আমার মনে হয় যে এই টেস্টে বড় ভূমিকা পালন করবে। নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেট খুবই ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় দলের জন্য সবচেয়ে ভালো হবে।’
হ্যাগলি ওভালের উইকেট চরিত্রগতভাবে পেসারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সেরকম হলে বাংলাদেশ পেসাররাও পিছিয়ে থাকবেন না বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ‘সবুজ উইকেট হলেও আমাদের বোলারদের জন্যও সুবিধা থাকবে। আমাদের তিনজন পেসারই খুব ভালো বল করেছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের (নিউজিল্যান্ড) তাই আমাদের বোলারদের খেলার কথাও মাথায় রাখতে হবে।’
পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। তবে দলের সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে সরব এই অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টের আগে এ নিয়ে কথা বলেছেন তিনি। ক্রাইস্টচার্চে টসকে বড় করে দেখছেন সাকিব।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের কথা শুনলে পেসারদের জিভে জল আসতে বাধ্য। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশকে সেটার আবছা হুমকিও দিয়ে রেখেছেন রস টেলর। এখানে টস জিতে কোনো ভাবনা ছাড়াই ব্যাটিংয়ের কথাও বলেছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।
ক্রাইস্টচার্চে টসকে ম্যাচের নির্ধারক হিসেবে দেখছেন সাকিবও। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বিসিএল খেলতে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন তিনি। আজ একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব বলেছেন, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা খুবই গুরুত্বপূর্ণ। টস জেতাটা আমার মনে হয় যে এই টেস্টে বড় ভূমিকা পালন করবে। নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেট খুবই ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় দলের জন্য সবচেয়ে ভালো হবে।’
হ্যাগলি ওভালের উইকেট চরিত্রগতভাবে পেসারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সেরকম হলে বাংলাদেশ পেসাররাও পিছিয়ে থাকবেন না বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ‘সবুজ উইকেট হলেও আমাদের বোলারদের জন্যও সুবিধা থাকবে। আমাদের তিনজন পেসারই খুব ভালো বল করেছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের (নিউজিল্যান্ড) তাই আমাদের বোলারদের খেলার কথাও মাথায় রাখতে হবে।’
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১২ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১৪ ঘণ্টা আগে