Ajker Patrika

দ্বিতীয় টেস্টে টস বড় ভূমিকা পালন করবে, বলছেন সাকিব

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০: ৩২
দ্বিতীয় টেস্টে টস বড় ভূমিকা পালন করবে, বলছেন সাকিব

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। তবে দলের সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে সরব এই অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টের আগে এ নিয়ে কথা বলেছেন তিনি। ক্রাইস্টচার্চে টসকে বড় করে দেখছেন সাকিব।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের কথা শুনলে পেসারদের জিভে জল আসতে বাধ্য। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশকে সেটার আবছা হুমকিও দিয়ে রেখেছেন রস টেলর। এখানে টস জিতে কোনো ভাবনা ছাড়াই ব্যাটিংয়ের কথাও বলেছেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।

ক্রাইস্টচার্চে টসকে ম্যাচের নির্ধারক হিসেবে দেখছেন সাকিবও। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বিসিএল খেলতে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন তিনি। আজ একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব বলেছেন, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা খুবই গুরুত্বপূর্ণ। টস জেতাটা আমার মনে হয় যে এই টেস্টে বড় ভূমিকা পালন করবে। নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেট খুবই ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় দলের জন্য সবচেয়ে ভালো হবে।’

হ্যাগলি ওভালের উইকেট চরিত্রগতভাবে পেসারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সেরকম হলে বাংলাদেশ পেসাররাও পিছিয়ে থাকবেন না বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ‘সবুজ উইকেট হলেও আমাদের বোলারদের জন্যও সুবিধা থাকবে। আমাদের তিনজন পেসারই খুব ভালো বল করেছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের (নিউজিল্যান্ড) তাই আমাদের বোলারদের খেলার কথাও মাথায় রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত