হারারে টেস্টের দ্বিতীয় দিনের তখন শুরু মাত্র। বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সটা ছেড়ে দিলেন তাসকিন আহমেদ। বলটা পেছনে উইকেটরক্ষকের হাতে চলে যেতেই হাত-পা বাকিয়ে উইকেটেই দেখার মতো এক নৃত্যভঙ্গি করলেন তাসকিন। ব্যাপারটা পছন্দ না হওয়ায় বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন জিম্বাবুইয়ান পেসার। দুজনের চলল একচোট কথার লড়াই।
৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা তাসকিন মুজরাবানির করা ৮৫তম ওভারের তৃতীয় বলটা বাউন্ডারি ছাড়া করেছেন দারুণ এক কাভার ড্রাইভে। তখন থেকেই শুরু দুজনের কথার লড়াই। পরেরটা ছিল শর্ট বল। বল ছেড়ে দিয়েই নাচলেন তাসকিন! বিষয়টি হজম করতে পারেননি মুজারাবানি। তাসকিনও কম যান না। কপালে কপাল ঠেকিয়ে দুজনের তপ্ত বাক্য বিনিময় চলল কিছুক্ষণ। মুজরাবানি কী বলেছেন, তা বোঝা যায়নি। তবে হাত নাড়িয়ে তাসকিন যেন বোঝাতে চাইলেন, ‘পারলে আমাকে আউট করে দেখাও!’
লড়াই এখানেই শেষ নয়। কথার লড়াই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-ভিক্টর নাউচির মধ্যেও। ৮৮ ওভারে ব্যাটিং প্রান্তে থাকা মাহমুদউল্লাহকে কিছু একটা বলেছিলেন আজই ৩০ বছর বয়সে পা দেওয়া নাউচি। এগিয়ে এসে পাল্টা জবাব দেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে দুই আম্পায়ারের মধ্যস্ততায় বিষয়টি সেখানেই শেষ হয়।
হারারে টেস্টের দ্বিতীয় দিনের তখন শুরু মাত্র। বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সটা ছেড়ে দিলেন তাসকিন আহমেদ। বলটা পেছনে উইকেটরক্ষকের হাতে চলে যেতেই হাত-পা বাকিয়ে উইকেটেই দেখার মতো এক নৃত্যভঙ্গি করলেন তাসকিন। ব্যাপারটা পছন্দ না হওয়ায় বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন জিম্বাবুইয়ান পেসার। দুজনের চলল একচোট কথার লড়াই।
৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা তাসকিন মুজরাবানির করা ৮৫তম ওভারের তৃতীয় বলটা বাউন্ডারি ছাড়া করেছেন দারুণ এক কাভার ড্রাইভে। তখন থেকেই শুরু দুজনের কথার লড়াই। পরেরটা ছিল শর্ট বল। বল ছেড়ে দিয়েই নাচলেন তাসকিন! বিষয়টি হজম করতে পারেননি মুজারাবানি। তাসকিনও কম যান না। কপালে কপাল ঠেকিয়ে দুজনের তপ্ত বাক্য বিনিময় চলল কিছুক্ষণ। মুজরাবানি কী বলেছেন, তা বোঝা যায়নি। তবে হাত নাড়িয়ে তাসকিন যেন বোঝাতে চাইলেন, ‘পারলে আমাকে আউট করে দেখাও!’
লড়াই এখানেই শেষ নয়। কথার লড়াই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-ভিক্টর নাউচির মধ্যেও। ৮৮ ওভারে ব্যাটিং প্রান্তে থাকা মাহমুদউল্লাহকে কিছু একটা বলেছিলেন আজই ৩০ বছর বয়সে পা দেওয়া নাউচি। এগিয়ে এসে পাল্টা জবাব দেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে দুই আম্পায়ারের মধ্যস্ততায় বিষয়টি সেখানেই শেষ হয়।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে