Ajker Patrika

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ক্রীড়া ডেস্ক    
আজ মাঠে নামছে বাংলাদেশ। ছবি: আইসিসি
আজ মাঠে নামছে বাংলাদেশ। ছবি: আইসিসি

আজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ১৬ দল নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। এবারও চার গ্রুপে ১৬টি দল অংশ নিয়েছে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

সুমাইয়া আক্তারদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো চ্যাম্পিয়ন হওয়া। সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। আমরা এই টুর্নামেন্টটা জিততে চাই। আমরা জানি সহজ হবে না। আমরা আমাদের সেরাটা দিতে সব সময় প্রস্তুত।’

নেপালকে হারিয়ে ভালো শুরুই সুমাইয়াদের লক্ষ্য। তিনি বললেন, ‘নেপালের সঙ্গে আমার খেলা। প্রতিপক্ষ হিসাবে তারা বেশ চ্যালেঞ্জিং একটা দল। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা নিজেদের সেরাটা দিতে চেষ্টা করব। প্রথম ম্যাচের আগে আমাদের প্রস্তুতি বেশ ভালো। আমরা সবভাবেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি ভালোভাবে নিয়েছি। দলের কয়েকজনে আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। বড় টুর্নামেন্টে কীভাবে ম্যাচ পরিস্থিতিতে নিজের সেরাটা খেলতে হয় তা ভালো জানা আছে। আশা করছি আমরা জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত