আইপিএল
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে