আইপিএল
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!
আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে।
শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’
দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’
চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ড গত রাতে আনুষ্ঠানিকতা সেরেছে। ব্রিস্টল সিটিকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটল শেফিল্ড।
২৯ মিনিট আগেস্যাম কনস্টাসের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। ডাকাবুকো ব্যাটিং তো বটেই। জসপ্রীত বুমরা, বিরাট কোহলিদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিলেন কনস্টাস।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১৪ ঘণ্টা আগে