বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আজই শেষ সময়। আর শেষ মুহূর্তেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রেখে আজ প্রাথমিক দলে বদলি এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অশ্বিন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল চোট পাওয়ায়। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হাতে চোট পেয়েছিলেন অক্ষর। সেই চোট থেকে সুস্থ হতে তাঁর আরও তিন সপ্তাহ লাগতে পারে বলেই অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিনকে নিয়েছে ভারত।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২০ মাস পর ওয়ানডেতে ফিরেছিলেন অশ্বিন। এবার তো আরও বড় সুযোগই পেলেন এই অলরাউন্ডার। ঘরের মাঠের বিশ্বকাপটি হবে তাঁর ক্যারিয়ারের তৃতীয়। সর্বশেষ বিশ্বকাপে ছিলেন না তিনি। ২০১৫ বিশ্বকাপের আগে ২০১১ সালে ভারতের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী এই অফ স্পিনার।
অশ্বিনের আগে শেষ মুহূর্তে কপাল খুলেছে মারনাস লাবুশানের। অস্ট্রেলিয়া দলে তাঁরও সুযোগ মিলেছে সতীর্থ অ্যাস্টন অ্যাগারের চোটের কারণে। অ্যাগার পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। বাঁহাতি স্পিনার সুস্থ না হওয়ায় লাবুশানেকে নিতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেননা, চোট পাওয়া ট্রাভিস হেডকে ঝুঁকি নিয়েই বিশ্বকাপ দলে রেখেছে তারা।
অথচ বিশ্বকাপের প্রাথমিক দলেই ছিলেন না লাবুশানে। না থাকার পেছনে অবশ্য তাঁর অফ ফর্মই দায়ী ছিল। ছিলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও। পরে স্টিভেন স্মিথের পরিবর্তে সুযোগ পান। এরপর থেকেই তাঁর কপাল খুলতে থাকে। প্রথম ওয়ানডেতে একাদশে না থেকেও ক্যামেরুন গ্রিনের ‘কনকাশন’ বদলি হিসেবে সুযোগ পেয়েই বাজিমাত করেন ২৯ বছর বয়সী ব্যাটার। সেদিন অ্যাগারের সঙ্গেই অষ্টম উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি। পরের ম্যাচেই আবার সেঞ্চুরি করেন। সর্বশেষ ৮ ম্যাচে ৬০ গড়ে ৪২১ রান করেছেন তিনি। এবার সুযোগ পেয়ে নিশ্চয়ই বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দটা ধরে রাখার চেষ্টা করবেন।
ভারতের বিশ্বকাপ দল—
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল—
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, মারনাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আজই শেষ সময়। আর শেষ মুহূর্তেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে রেখে আজ প্রাথমিক দলে বদলি এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অশ্বিন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল চোট পাওয়ায়। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হাতে চোট পেয়েছিলেন অক্ষর। সেই চোট থেকে সুস্থ হতে তাঁর আরও তিন সপ্তাহ লাগতে পারে বলেই অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিনকে নিয়েছে ভারত।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২০ মাস পর ওয়ানডেতে ফিরেছিলেন অশ্বিন। এবার তো আরও বড় সুযোগই পেলেন এই অলরাউন্ডার। ঘরের মাঠের বিশ্বকাপটি হবে তাঁর ক্যারিয়ারের তৃতীয়। সর্বশেষ বিশ্বকাপে ছিলেন না তিনি। ২০১৫ বিশ্বকাপের আগে ২০১১ সালে ভারতের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী এই অফ স্পিনার।
অশ্বিনের আগে শেষ মুহূর্তে কপাল খুলেছে মারনাস লাবুশানের। অস্ট্রেলিয়া দলে তাঁরও সুযোগ মিলেছে সতীর্থ অ্যাস্টন অ্যাগারের চোটের কারণে। অ্যাগার পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। বাঁহাতি স্পিনার সুস্থ না হওয়ায় লাবুশানেকে নিতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেননা, চোট পাওয়া ট্রাভিস হেডকে ঝুঁকি নিয়েই বিশ্বকাপ দলে রেখেছে তারা।
অথচ বিশ্বকাপের প্রাথমিক দলেই ছিলেন না লাবুশানে। না থাকার পেছনে অবশ্য তাঁর অফ ফর্মই দায়ী ছিল। ছিলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও। পরে স্টিভেন স্মিথের পরিবর্তে সুযোগ পান। এরপর থেকেই তাঁর কপাল খুলতে থাকে। প্রথম ওয়ানডেতে একাদশে না থেকেও ক্যামেরুন গ্রিনের ‘কনকাশন’ বদলি হিসেবে সুযোগ পেয়েই বাজিমাত করেন ২৯ বছর বয়সী ব্যাটার। সেদিন অ্যাগারের সঙ্গেই অষ্টম উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি। পরের ম্যাচেই আবার সেঞ্চুরি করেন। সর্বশেষ ৮ ম্যাচে ৬০ গড়ে ৪২১ রান করেছেন তিনি। এবার সুযোগ পেয়ে নিশ্চয়ই বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দটা ধরে রাখার চেষ্টা করবেন।
ভারতের বিশ্বকাপ দল—
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল—
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, মারনাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৩৬ মিনিট আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
১ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
১ ঘণ্টা আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
২ ঘণ্টা আগে