Ajker Patrika

ডমিঙ্গোর পর করোনা আক্রান্ত দুই প্রোটিয়া ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫: ০০
ডমিঙ্গোর পর করোনা আক্রান্ত দুই প্রোটিয়া ক্রিকেটার

বাংলাদেশের ড্রেসিংরুমের পর এবার করোনা হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে। আগের দিন রাসেল ডমিঙ্গোর করোনা আক্রান্তের খবরের পর আজ জানা গেল দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার সারেল এরউই ও উইয়ান মুল্ডার করোনা আক্রান্ত হয়েছেন।

সারেল ও মুল্ডার এখন আইসোলেশনে আছেন এই দুজনের জায়গায় আজ টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছেন খায়া জুন্ডো ও গ্লেন্টন স্টুরমান। পোর্ট এলিজাবেথ টেস্ট দিয়েই অভিষেক হলো জোন্ডোর। স্টুরমানের অবশ্যই একটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।

দুই বদলি খেলোয়াড়কে নিয়ে মাঠে নেমে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছে প্রোটিয়ারা। দিনের দ্বিতীয় ওভারেই কেশব মহারাজ ফিরিয়েছেন মুশফিকুর রহিমকে। স্লিপে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছে মুশফিক। এক ওভার পরে মহারাজের শিকার মুমিনুল। সুইপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

পরের ওভারে রানের খাতা খোলার আগেই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ইয়াসির আলী রাব্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৫৬। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো পিছিয়ে আছে ৩৫৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত