Ajker Patrika

শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজ জেতা হলো না বাংলাদেশের

আপডেট : ১১ মে ২০২৩, ১৫: ১১
শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজ জেতা হলো না বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পাওয়ায় আজ সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের সিরিজ জেতার। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় তা আর হলো না।

আজ হারলেও সিরিজ জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের। আগামীকাল সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাতে হবে তাদের। প্রথম ম্যাচে ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও আজকের পারফরম্যান্স ছিল হতশ্রী। কলম্বোয় আগে ব্যাটিং করে ১০০ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল।

সেদিন ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জেতালেও আজ মাত্র ৭ রান করতে পেরেছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন দুই ব্যাটার শামিমা সুলতানা ও সোবহানা মোস্তারি।

১০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ভিশমা গুনারত্নকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৩৩ রানে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন রাবেয়া খান। পরে ফাহিমা খাতুন দ্রুত ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ৬৮ রানে ৩ উইকেটে দাঁড় করালেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ১৮.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা করল লঙ্কানরা। আগামীকাল কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত